বিয়ের শব্দটা শুনতেই পুতুলের বুকটা কেমন হু হু করে কেঁদ উঠলো। তার শরীর যেন আর তার নিয়ন্ত্রণে ছিল না। বিয়ের এই শব্দটি তাকে এক ধরনের অদ্ভুত অস্থিরতায় ফেলে দিল। তার মনের মধ্যে আবেগগুলো এক সঙ্গে ঢেউ তুলছিল। একদিকে যেমন তার চোখের সামনে হিমাদ্রীর শীতল নির্দেশনায় ভরা ভবিষ্যত কল্পনা হচ্ছিল, অন্যদিকে তার মনে ভেসে উঠছিল তার বাবা, তার প্রিয় মানুষদের মুখ।বাবার কথা, প্রিয় মানুষটার কথা, তাদের হাসি—সবকিছু একে একে তার চোখের সামনে ভেসে উঠছিল।
গল্প #বাধ্যতার_বাঁধনে_আবদ্ধ
লেখায় #নীলাশা_চৌধুরী