প্রথম যেদিন আমার স্বামীকে অপরিচিত একটা মেয়ের সাথে আবাসিক হোটেলে ঢুকতে দেখেছিলাম সেদিন ভীষণ রকম অবাক হয়েছিলাম। চোখের দেখার ভুল ভেবে বার বার চোখ ডলতে শুরু করলাম। কিন্তু চোখের দেখার ভুল ছিলো না আসলেই সে আমার স্বামী তন্ময়ই ছিলো৷ আমি অবিশ্বাস্য চোখে শুধু তাকিয়েই ছিলাম কিন্তু কিছু বলতে পারিনি৷ আজ আবারও একটি নি'ষিদ্ধ পল্লীর সামনে তন্ময়কে দেখলাম। চোখ ছলছল করে উঠলো। সেদিন কিছু না বললেও আজ চুপ থাকতে পারলাম না। ব্যাগ থেকে ফোন বের করে তার নাম্বারে ডায়াল করলাম।
গল্প: শেষ_প্রান্তের_মায়া
লেখায়: বোরহানা_আক্তার_রেশমী