পাঁচ বছর পরে মানুষটাকে নিজের অফিস ট্রেইনার হিসেবে দেখে চমকিত হলো নাযীফাহ। বেশ পরিবর্তন এসেছে। আগের থেকে সুদর্শন হয়েছে, চেহারায় এসেছে গাম্ভীর্যের ছাপ। অবশ্য পাঁচ বছর কম সময় না। পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট সময়। উহ্ মানুষটা নাযীফাহর প্রাক্তন স্বামী কিংবা প্রেমিক নয়৷ একটা সময় সামনের আসনে আসীন এই সুদর্শন পুরুষের সাথেই তার বিয়ে ঠিক হয়েছিল। সবকিছু ঠিকঠাক হওয়ার পর কোনো এক অজানা কারনে আর হয়নি বিয়ে।