|যে_শ্রাবণে_প্রেম_আসে|হৃদয় ছোঁয়া গল্প #Heart Touching story #Bangla short story
#লেখনীতেঃ তোনিমা খান
ক্ষুধায় আর গরমে কাঁদতে কাঁদতে লাল হয়ে উঠেছে ছোট্ট শিশুটি। যেখানে এক ফোঁটা দুধের জন্য ছেলে এতোক্ষণ যাবৎ কেঁদে চলেছে সেখানে সে বাবা হয়ে নিজের তৃষ্ণা মেটায় কি করে!জানালার দিকে একপলক তাকিয়ে, পাশের যাত্রীকে টপকে জানালাটা ভালো করে খুলে দিলো শ্রেয়ান। ভালো করে জানালা খুলে দিতেই সমীরনের ঝাপটায় কোলে থাকা কান্নারত ছেলে কান্নার বেগ কমিয়ে, একটু শ্বাস নেয়। তবে পেটের ক্ষুধার জ্বালা কান্না কমানোর সুযোগ দেয় না। অবুঝ শিশুটি আবারো গলা ফাটিয়ে কান্না করা শুরু করে। চিৎকার করে বোঝানোর চেষ্টা করছে তার খিদে পেয়েছে। তবুও বাবা কেনো তাকে খাবার দিচ্ছে না! শ্রেয়ান অদক্ষ হাতে আরো দোল দিতে শুরু করলো। প্রায়াস বলতে ছেলেকে একটু আরাম দেয়া,ক্ষিদের কথা ভুলিয়ে রাখা।
#যে_শ্রাবণে_প্রেম_আসে
#তোনিমা খান