উত্তর আমেরিকা মহাদেশের দুইটি দেশ এবং ইউরোপ মহাদেশের আঠাশটি দেশের সমন্বয়ে গড়ে ওঠা বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট হলো ন্যাটো বা নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা অন্যভাবে বলা চলে ‘উত্তর অ্যাটলান্টিক সামরিক জোট’। ফরাসি ভাষার পূর্ণরূপকে সংক্ষেপ করলে এর নাম হয় ‘ওটান’। তাই মাঝে মাঝে নেটো নামটির পাশে ওটান নামটিও জায়গা করে নেয়। ডাকা হয় ‘নর্থ অ্যাটলান্টিক অ্যালাইন্স’ নামে।
আদ্যোপান্তের এই পর্বে থাকছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ন্যাটোর আদ্যোপান্ত।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]