আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো সেই সব আর্টিস্টদের যারা বাংলাদেশে র্যাপ গানের ভিত্তি গড়ে দিয়েছেন। বিশ্লেষণ করবো ঠিক কি কারনে ভারতের এমসি স্টান কিংবা এমিওয়ে বান্টাইয়ের মত ফেম পাচ্ছেনা আমাদের র্যাপাররা। সেইসাথে খোঁজ জানাবো এমন কিছু বাংলাদেশি হিপহপ আর্টিস্টদের যাদের গান শুনলে মনে হবে তারাও কোনো ইন্টারন্যাশনাল র্যাপারের থেকে কম নয়।