বিদেশি হওয়া সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্ববাসীর ভক্তিদিন কে দিন বেড়েই চলেছে । আর এটাই হচ্ছে হরে কৃষ্ণ আন্দোলন বা মুভমেন্টেরর একটা অংশ ।
আসলে এই হরে কৃষ্ণ মুভমেন্ট সৃষ্টি হয়েছে ইসকন মন্দির থেকে । আজ পুরো দুনিয়ায় ছশোর বেশি ইসকনের সেন্টার আছে । পুরো দুনিয়ায ভগবান শ্রীকৃষ্ণের নাম প্রচার করার জন্য এই হরে কৃষ্ণ movement এর অনেক বড় ভূমিকা আছে। সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তবে, এই মুভমেন্ট নিয়ে যথেষ্ট বিতর্কও তৈরী হয়েছিল। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই যে মুভমেন্টের কথা আমরা বলছি , সেই মুভমেন্ট টা আসলে কি ? ইসকনই বা কি ? যারা হরে কৃষ্ণের মন্ত্র জব করছে তারাই বা কে ? এই বিষয় নিয়েই আমরা আজকের ভিডিওতে কথা বলব।
Despite being a foreigner, the world's devotion to Lord Krishna is increasing day by day. And this is a part of Hare Krishna movement or movement.
In fact, the Hare Krishna movement was created from the ISKCON temple. Now the biggest question is, what is the movement we are talking about? ISKCON or what? Who are those who are chanting the Hare Krishna mantra?