MENU

Fun & Interesting

অভিশপ্ত পুকুরের গুপ্ত রহস্য উদঘাটন! | horror podcast | black invention movies

Video Not Working? Fix It Now

অভিশপ্ত পুকুর | horror podcast -------------------------- চরিত্র - বড়ো ভাই বিভাস ছোটো ভাই রমেন . গল্পের প্রেক্ষাপট গল্প শুরু হয় দুই ভাই পুকুর ধারে বসে মাছ ধরছে, বড় ভাই বিভাস এবং ছোটো ভাই রমেন. তাদের জীবিকা ছিল মাছ ধরা এবং দুই বা তিন গ্রাম পর যেই গ্রাম এ পুকুর নেই সেই গ্রাম এ বা শহরে গিয়ে মাছ বিক্রি করা. বড়ো ভাই বিভাস এর মনে খুবই আনন্দ কারণ তার স্ত্রী গর্ভবতী. বড় ভাই এর নতুন বিয়ে হয়েছে. যার দরুন সে এখন খুবই আনন্দিত এবং তার প্রতি টা দিনও কাটছিল এক নতুন আনন্দের অনুভবে. আরেক দিকে বাড়িতে শুরু হয়েছিলো এক নতুন অধ্যায়, বাড়ির বউ গর্ভবতী বলে বাড়িতে সাধারণ দিনের তুলনায় একটু বেশি ই পুজো শুরু হয়েছে, বড় ভাই এর স্ত্রী গর্ভবতী বলে চুল খোলা অবস্থায় উঠোন এ যাওয়াও নিষিদ্ধ আছে. তিন দিন পর বড় ভাই এবং ছোটো ভাই মাছ বিক্রি করে বাড়িতে ফেরায়, তার মা পুজো করা গঙ্গার জল এবং আগুনের আঁচ মাথায় ছোঁয়াতে গেলে বড় ভাই এবং ছোটো ভাই আপত্তি জানায় | কারণ তারা নাস্তিক ছিল. তখন ঘরে উপস্থিত বৃদ্ধ দিদা তাদের বলে, এখন বুঝতে পারতাসো না তো বাছা বুইঝো না, কিন্তু যেইদিন অপদেবতার নজর তোমাদের উপর পোরবো তখন বুঝবা, ঠিক বুঝবা। বৃদ্ধ দিদার কথা পাত্তা না দিয়ে দুই ভাই ঘোরে চলে যায়, এবং বড় ভাই চিন্তা করে আর মাত্র দুই দিন তারপরেই আমার ঘর সংসার আলো করে আসবে আমার সন্তান. রাত্রি হয় পরের দিন সকাল হয়. প্রত্যেক দিনের মতোই দুই ভাই মাছ ধরতে যায়, কিন্তু তাদের মনে একটাই প্রশ্ন আমরা সব পুকুরে বা ঝিলে মাছ ধরতে যাই কিন্তু কোনো দিনও আমরা পার করে আসা পুকুরে মাছ ধরতে যাই না কেনো? দুজনের কথা বলা বলিতে উঠে আসে ছোটো ভাই এর মুখ থেকে সে বলে - গ্রামের লোক সকালের বক্তব্য এই গ্রামের এই পুকুর নাকি অভিশপ্ত. ছার চল আমরা অন্য পুকুর দিয়ে মাছ ধরে নেবো. বিভাস এর মনে খুব আনন্দ কারণ আর মাত্র এক টা মাস. এরকম আনন্দের সাথে কাজ করতে করতে কবে যে এক মাস কেটে যায় কেউ বোঝে না. ১৬ টি স্টেশন পার করে শহরে যায় দুই ভাই মাছ বিক্রি করতে. চার দিন পর বাড়িতে ফেরায় গ্রামে আনন্দের হৈ হট্টগোল কারণ বিভাস এর ইচ্ছা স্বরূপ তার বাড়িতে জন্ম নিয়েছে পুত্র সন্তান | বিভাস তখনই ঠিক করে যে সে এই রাত এই মাছ ধরতে যাবে এবং পরের দিন গ্রামের লোক খাওয়াবে . রমেন এই রাত এ মাছ ধরতে যাওয়ায় আপত্তি জানায় কিন্তু বিভাস এর মনে অতিরিক্ত ফুর্তি থাকায় তারা যায়. এবং অনেক পুকুরে তারা ছিপ নিয়ে হানা দেয় কিন্তু মাছ কোথার দিয়েও পায়ে না. শেষ পর্যন্ত বাধ্যতামূলক তারা যায় সেই অভিশপ্ত পুকুরের দিকে. পুকুর টি সম্পূর্ন দালান দিয়ে ঘেরা. তারা দালান টপকে পুকুরে প্রবেশ করে. পুকুরে প্রবেশ করাতেই দুইজনে অনুভব করে বাইরের তুলনায় পুকুরের পাড়ে বেশি ঠান্ডা হাওয়া দিচ্ছে. তারা এক টি জায়গা বেছে নিয়ে সেখানে মাছ ধরতে বসে. মাছ সেই খান থেকে না পাওয়ায় তারা পুকুরের দিক পাল্টায়, তারা সঙ্গে করে নিয়ে যায় ৪ টি ছিপ | তারা দুটি ছিপ আগের জায়গায় রেখে বাকি দুটি ছিপ নিয়ে পুকুরের দিক পাল্টায় | এরপর তারা ধুমপান করে এবং মাছ ধরে, অনেক মাছ ধরার পরে ছোটো ভাই বড় ভাই কে বলে - অনেক গুলোই মাছ ধরা হয়েছে এবারে বাড়ি চল. এক কাজ কর বিভাস তুই গিয়ে বাকি দুটো ছিপ নিয়ে আয়! পুকুর টি অনেকটাই বড় ছিল. বিভাস যায় ছিপ আনতে..... অনেকক্ষণ কেটে যায় কিন্তু বিভাস আর ফিরে আসে না. দুই ভাই এর গাজা সেবন করার জন্য ছোটো ভাই একা একাই কথা বলতে থাকে এবং হাসতে থাকে. কিছুক্ষণ পর রমেন বিভাস এর কাছে যাবে বলে ঠিক করে. এবং যেতেই ছোটো ভাই অনুভব করে যে এক টা ঝড়ো হাওয়া তার গায়ে ধাক্কা দিচ্ছে | ছোটো ভাই গিয়ে দেখে বড় ভাই বিভাস দালানের মতো শুক্ত হয়ে দাঁড়িয়ে আছে তার নিশ্বাস প্রশ্বাস ও ঠিক করে চলেছে না. তখন ছোটো ভাই রমেন বড় ভাই বিভাস কে চিৎকার করে ডাকে পরের দিন থেকেই বিভাস এর জ্বর চলে আসে শরীরে এবং শরীর জুড়ে অসজ্য ব্যাথা. পড়ার লোকে অনেকে অনেক কথা বলে কিন্তু নাস্তিক থাকার দরুন তারা কোনো কথাই পাত্তা দেয় না. বিভাস যখন ঘুমায় তখনই স্বপ্ন দেখে যে কোনো এক লম্বা চওড়া লোক মুখ চোখ কাটা জিভ অর্ধেক কাটা বুকের মাঝে যেনো কেউ নিসংস ভাবে কুপিয়েছে. এমন লোকটি বিভাস এর বাচ্চার রক্ত চায়. বিভাস খুব ভয় পেতে থাকে এবং এই সব কথা বিভাস তার ছোটো ভাই রমেন কে বলে. রমেন এর ও হালকা সন্দেহ হওয়া শুরু হয়. এক দিন বড় ভাই বিভাস এর শরীর ঠিক লাগছিল সে সেদিন রাত পরিবারের সকালের সাথে বসে খাওয়ার ও খায়. খাওয়ার খেয়ে বাথরুমে যাওয়াতে তার মাথা ঘুরিয়ে আসে সে যেনো বুঝতে পারছে বিভাস ছাড়াও অন্য কেউ সেই বাথরুমে উপস্থিত. বিভাস সাহস করে পেছনে তাকাতেই দেখে কিছু নেই সব স্বাভাবিক. বিভাস বাথরুম থেকে বেরিয়ে আসে. কিন্তু বেরিয়ে এসে সে যা দেখে টা না দেখলেই হয়তো ভালো হতো, কারণ বিভাস দেখে তার স্বপনে দেখা মানুষটা আজ তার সামনে বসে আছে এবং তার সাথে আরো কতো বাচ্চা যাদের মাথা নেই গলা কাটা বাচ্চা গুলোর শুধুই রক্ত. এই দেখার পর বিভাস অজ্ঞান হয়ে পড়ে যায়. পরের দিন ছোটো ভাই রমেন বাড়িতে এলে বড় ভাই ভয় ভয় সব বলে এবং ছোটো তৎক্ষণাৎ রওয়ানা দেয়, সেই দাদুর বাড়ির দিকে যে এই গ্রাম শুরু হওয়ার আগে থেকেই ছিল. কিন্তু সেই দাদুর বয়স অনেক বেড়েছে. প্রায় সবসময় ই অজ্ঞান থাকে যখন জ্ঞান আসে তখন সে কথা বলে, এখন সেই দাদু দুই গ্রাম পেরিয়ে থাকে. বিভাস সেখানে গিয়ে উপস্থিত হয় এবং দাদুর জ্ঞান আসতে সে জানতে পারে সেই অভিশপ্ত পুকুরের আসল রহস্য. black invention movies . Links - Facebook - https://www.facebook.com/share/18wGpAom43/ . Instagram - https://www.instagram.com/blackinventionmovies?igsh=NnZrNHk1YzN1bDlu . @TM.studio527 presents . HASHTAGS - #horror #ghostpodcast #horrorstories #ghost #horrorpodcast #horrorshorts #scarystories #scary #horrorbengaliaudiostory #horroraudiostory #horroraudiobook #scarystory #scarystories #scary #horrible . Mrid chowdhury - vocal content head script writing recordist music graphics sfx creator editor .

Comment