বিতর্কিত রাষ্ট্র ইসরায়েল কিভাবে এত ধনী হলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 : https://www.youtube.com/ADYOPANTO
ইসরায়েলকে নির্দ্বিধায় বলা যায় বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাষ্ট্র। দেশটির প্রসঙ্গ উঠলেই যুদ্ধ-বিগ্রহ, ধর্মীয় কিংবা রাজনৈতিক সংঘাতের কথা অবধারিতভাবেই ভেসে ওঠে মানসপটে। আপত্তি-বিরোধিতা-সংঘাত-গোলযোগের মধ্য দিয়ে ১৯৪৮ সালে প্রতিষ্ঠা পায় ইসরায়েল নামক রাষ্ট্রটি।
ইহুদিদের জন্য প্রতিষ্ঠিত এই রাষ্ট্রটি আঞ্চলিক দন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক দুরাবস্থাসহ অসংখ্য চ্যালেঞ্জের মুখে পড়েও আজ অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। পরিণত হয়েছে সৃজনশীল উদ্ভাবনী ক্ষমতার পাওয়ার হাউসে। এ প্রসঙ্গে ব্রিটিশ টেলিকমের প্রাক্তন এক ভাইস প্রেসিডেন্ট গ্যারি শেইনবার্গ ২০০৮ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, উদ্ভাবনী ক্ষমতা যেন ইহুদিদের ডিএনএ-তেই রয়েছে। ১৮ বছর বয়স হতে না হতেই ইসরায়েলি তরুণরা সেনাবাহিনীতে যোগ দেয়। যারা সেনাদলে যোগ দেয় না তারা ভর্তি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ে। ২০ বছর বয়সেই এসব তরুণরা স্নাতক ডিগ্রি অর্জন করে ফেলে। এদের অধিকাংশেরই ততদিনে বিয়ে হয়ে যায়। ফলস্বরুপ ইসরায়েলিরা তরুণ বয়সেই অনেক জীবনমুখী অভিজ্ঞতা অর্জন করে এবং মানসিকভাবে অধিকতর পরিপক্ক হয়ে ওঠে বলে উল্লেখ করেছেন শেইনবার্গ।
ইসরায়েলিরা তাদের উদ্ভাবনী ক্ষমতার পুরোটাই নিত্যনতুন আইডিয়া খুঁজতে কাজে লাগায়। দেশটির রাজনৈতিক সংস্কৃতি ও অর্থনৈতিক নানা বিষয়ের সংমিশ্রণ সেখানে নানামুখী উদ্ভাবনের একটি সমৃদ্ধ ইকোসিস্টেম তৈরি করেছে। এর ফলে দেশটি অর্থনৈতিক সমৃদ্ধিতে বিশ্বের অন্যান্য দেশ থেকে বিষ্ময়করভাবে এগিয়ে গেছে। উদ্ভাবনী ক্ষমতা, প্রযুক্তির উন্নয়ন, সমৃদ্ধ শিল্প-বাণিজ্য আর আধুনিক গবেষণার মাধ্যমে স্বল্প সময়েই বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে দেশটি। যেভাবে দেশটি এগিয়েছে তা বিষ্ময়করই বটে।
কিন্তু কিভাবে ইসরায়েল আজকের অবস্থায় এসে পৌছালো। দেশটি এত ধনী হওয়ার পেছনের কারণই বা কি??
▶ Follow Me on Facebook:
https://www.facebook.com/damahbub
▶ Follow Me on Instagram:
https://www.instagram.com/da.mahbub
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]