আমরা প্রতিদিন অসংখ্য ডাটা বিভিন্ন স্টোরেজ ডিভাইসে সেইভ করছি। ফোনে ছবি তুলে সেটা ফোনের মেমোরি কার্ডে, টরেন্ট থেকে মুভি নামিয়ে হার্ড ড্রাইভে, আবার বন্ধুর কম্পিউটার থেকে অনেক গান পেন ড্রাইভে সেইভ করছি। এত এত ডাটা এই মেমোরি ডিভাইসগুলতে কিভাবে সেইভ হয়, সেইটাই সহজ করে দেখানোর চেষ্টা এই ভিডিওতে।