প্রথমে ড্রইংটি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। তারপর উল্লেখিত গ্রিডে বরাবর সুতা টানিনে কলাম সেন্টার চিহ্নিত করতে হবে। এবার কলাম সেন্টার থেকে নিদ রিষ্ট দুরত্বে পাইলের সেন্টার নিতে হবে। 10mm bar চিহ্নিত সেন্টার গুলোতে ভালো ভাবে পুতে দিতে হবে যাতে করে পয়েন্ট হারিয়ে না যায়।
এটি আমার প্রথম ভিডিও যানি অনেক ভুল ত্রুটি থাকতে পারে তাই খমার দৃষ্টিতে দেখবেন। আর সংশোধন করবার জন্য অবশ্যই মতামত জানাবেন লাইক ও শেয়ার করে পাশে থেকে উৎসাহীত করবেন।