MENU

Fun & Interesting

তুলসী গাছে কি যত্ন করি।।How to take care of Tulsi Plant।। Greeny Pots।।

Greeny Pots 20,353 7 months ago
Video Not Working? Fix It Now

তুলসী গাছের যত্ন কিভাবে আমি করি।।How to take care of Tulsi Plant।। তুলসী গাছ নিয়ে তিনটি বিশেষ টিপস যা গাছকে কখনোই মরতে দেবে না।। #greenypots #tulsi #holybesils নমস্কার বন্ধুরা, আজ এই ভিডিওতে তুলসী গাছ নিয়ে তিনটে টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তুলসী গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে এবং নার্সারি থেকে গাছকে নিয়ে এসে কিভাবে পরিচর্যা করতে হবে সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তুলসী গাছ অনেকেই বাঁচিয়ে রাখতে পারেন না কিন্তু তুলসী গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় খুব সহজ পরিচর্যার মাধ্যমে। এই তিনটি টিপস ভালো করে ফলো করুন আপনার গাছ দীর্ঘদিন বেঁচে থাকবে এবং সুন্দর ঝাকরা হবে। ধন্যবাদ।

Comment