HSC 26 ব্যাচের কলেজ জীবন শুরু হয়ে গেছে, আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে বলেছিলো যেন একটি প্রপার আইডিয়াল রুটিন সাজেস্ট করি। আজকের ভিডিওতে সেটাই করব।অনলাইনে, ইউটিউবে যেসব রুটিন ভিডিও দেখে থাকো, এই ভিডিওটি সেরকম নয়। আমি তোমাদের জন্য একদম বাস্তবসম্মতভাবে কীভাবে একটি কার্যকরী রুটিন তৈরি করা যায়, তা বুঝিয়ে দেবো।
তুমি প্রতিদিন কতটুকু পড়াশোনা করতে পারবে, সাপ্তাহিক কোন দিনগুলোতে পড়া ভালো, এবং কোন সময়ে পড়লে সবচেয়ে ভালো হবে—এসব নিয়ে আলোচনা করব। যদি তুমি রাত জাগা পছন্দ করো বা দিনে ঘুমাও, তাহলে সেই অনুযায়ী কেমন রুটিন বানানো উচিত, তাও বলব। এমনকি শৃঙ্খলা বজায় রাখার জন্য কী ধরনের রুটিন দরকার, সেটাও আজকের ভিডিওতে বিস্তারিত ব্যাখ্যা করব।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওর শেষে তোমাদের জন্য পূর্ণ রুটিন শীট ফিল আপ করে ড্রাইভ লিঙ্কে দিয়ে দেবো। যদি আরও কোনো রেকমেন্ডেশন বা ভিডিওর প্রয়োজন হয়, তবে অবশ্যই কমেন্টে জানিও।