Sheikh Shaiful Azam Babor Al Azhari || Beautiful Naat || Huzoor Aisa Koi Lyrics || Urdu Naat ||
🎙️ Mohammed Harun Qadri
📸 Minhaz
Huzor Aisa Koi Intezam Ho Jaaye ’র বাংলা অনুবাদ। ভুল ত্রুটি মাফ করবেন 🙏
হুজুর, এমন কোনো ব্যবস্থা হোক,
যাতে সালামের জন্য গুলাম হাজির থাকে।
আমি যদি একবার সুবহে তাইবার সৌন্দর্য দেখি,
একবার সবুজ গম্বুজকে চুমু দেই দৃষ্টির মাধ্যমে।
তারপর আমার দুনিয়া শেষ হয়ে যাক।
হুজুর, আপনি যদি শুনে নেন, তাহলে কথা হয়ে যাবে।
হুজুর, আপনি যদি বলে দেন, তাহলে কাজ হয়ে যাবে।
আমি আমার প্রাণের পাত্রটি আপনার জ্যোতিতে পূর্ণ করি,
যদি কখনো আপনার গলিতে থিতু হতে পারি।
হুজুর, আপনি যদি চান, তাহলে কিছুই কঠিন নয়।
এই দূরত্ব কয়েক কদমে সিমটিয়ে আসুক।
সত্যিকারের মজা তখনই হবে, যখন ফেরেশতারা কবরে বলবে,
'সবিহ' খাইরুল আনামের প্রশংসা করছে।
হুজুর, এমন কোনো ব্যবস্থা হোক,
যাতে সালামের জন্য গুলাম হাজির থাকে।
ওই বিশেষ মজলিস যেন সাধারণ দরবার হয়ে যায়,
আশা করি আমাদের সালাম গ্রহণ করা হবে।
এদিকেও দয়া এবং করুণার এক দৃষ্টি পড়ুক,
যাতে প্রেমিকদের মাঝে আমাদের নাম হয়ে যায়।
তোমার গুলামের মর্যাদা যদি মাহমুদ দেখতে পায়,
তাহলে সে আইয়াজের মতোই গুলাম হয়ে যাবে।
আমি তোমার রওজার প্রতি এমন একাগ্র মনোযোগী,
যা মুসা (আ.)-এর মতো কোনো একদিন কালামের সৌভাগ্য অর্জন করবে।
মদিনায় যাই, আবার ফিরি, আবার যাই।
পুরো জীবন এভাবেই কাটুক।
তাড়াতাড়ি মদিনায় ডেকে নাও, আমির ভীত,
যেন দুই দিনের জীবন শেষ না হয়ে যায়।
তোমার নাত লিখি, পড়ি, শুনি সব সময়।
আমার জীবন এভাবেই শেষ হোক।
আমার জানাজার নামাজ এমন ইবাদত হোক,
যাতে দুই জগতের আকা ইমাম হয়ে যান।
পিয়ার রেযা ও জিয়া যা পেয়েছে মুরশিদের থেকে,
আমাকেও এমন এক জ্যাম দান করো, হে শাহ।
Iqamaah - ইক্বামাহ @Iqamaah
#urdu #urdunaat #naaterasool #urdulyrics #shaifulislambabor #huzooraisakoiintezamhojaye #urdutranslation