MENU

Fun & Interesting

সমুদ্রা ত্রা ক্রক্পা I Marma Language I মারমা ভাষায় I আশ্যাং বিচারা ভান্তের কন্ঠে I Dharma Deshona

MR Archaic 54,274 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

বৌদ্ধ ধর্ম দেশনার নাম-মারমা ভাষায়ঃ
সমুদ্রা ত্রা ক্রক্পা

বৌদ্ধ ধর্মের বৈশিষ্ট্যঃ
বুদ্ধের চার আর্যসত্য মোতাবেক বৌদ্ধধর্মের লক্ষ্য হল তৃষ্ণা বা আসক্তি ও অবিদ্যার ফলে উদ্ভূত দুঃখ নিরসন করা। অধিকাংশ বৌদ্ধ ঐতিহ্য নির্বাণলাভের মাধ্যমে অথবা বোধিসত্ত্বকে অনুসরণপূর্বক সংসার তথা মৃত্যু ও পুনর্জন্মচক্রের অবসান ঘটিয়ে স্বতন্ত্র সত্তাকে অতিক্রম করার ওপর জোর দিয়ে থাকে।

জাতক কি?
জাতক হল ভগবান শাক্যমুনি বুদ্ধের পূর্বজন্মের কাহিনির সঙ্কলন। বুদ্ধ মহাধম্মপাল জাতক (৪৪৭) তার পিতাকে শুনিয়ে স্বদ্ধর্মে দীক্ষা দিয়েছিলেন। স্পন্দন জাতক (৪৭৫), দদ্দভ জাতক (৩২২), লটুকিক জাতক (৩৫৭), বৃক্ষধর্ম জাতক (৭৪) ও সম্মোদমন জাতক ( ৩৩) এই পাঁচটি জাতক শুনিয়ে শাক্য ও কোলিয়দের বিরোধ নিবারণ করেছিলেন।

জাতক পরিচিতিঃ
‘জাত’ শব্দের অর্থ হলো উৎপন্ন, উদ্ভুত ও প্রসূত। পালি-বাংলা অভিধানে জাতকের অর্থ হলো জন্ম সম্বন্ধীয় গল্প, বোধিসত্ত্বের বিভিন্ন জন্ম সম্বন্ধীয় ইতিবৃত্ত, বোধিসত্ত্ব জীবনের পূর্বকাহিনী। সুতরাং জাতক শব্দের অর্থ হলো যিনি উৎপন্ন বা জন্মলাভ করেছেন। বুদ্ধের পূর্ব জন্মবৃত্তান্ত বোঝাতেই জাতক শব্দটি ব্যবহৃত হয়। গৌতম বুদ্ধ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা উপলক্ষে শিষ্যদের তাঁর অতীত জন্মের কাহিনী বর্ণনা করতেন। বুদ্ধের পূর্বজন্মের ঐ সব কাহিনীগুলোকেই ‘জাতক’ বলা হয়।

বুদ্ধ হওয়ার পূর্বে সিদ্ধার্থ গৌতমকে বহু কল্পকাল নানাকুলে জন্মগ্রহণ করে বুদ্ধত্ব লাভের জন্য সাধনা করতে হয়েছিল। তখন তিনি ‘বোধিসত্ত্ব’ নামে খ্যাত ছিলেন। জাতকের কাহিনীগুলোতে বুদ্ধের বোধিসত্ত্ব জীবনের নানা ঘটনার বর্ণনা পাওয়া যায়। কাহিনীগুলো সৎ গুণাবলিসম্পন্ন এবং আদর্শ জীবন গঠনে সহায়তা করে। এগুলো নৈতিক ও মানবিক শিক্ষায় সমৃদ্ধ। জাতকের সংখ্যা ৫৫০ টি। বুদ্ধ বুদ্ধত্ব লাভের পূর্বে পারমী পূরণার্থে ৫৫০ বার জন্মগ্রহণ করেন। সেই অনুসারে ৫৫০ টি জাতক থাকার কথা। কিন্তু শ্রী ঈশান চন্দ্র ঘোষ সম্পাদিত জাতক গ্রন্থে মোট ৫৪৭ টি জাতক কাহিনীর উল্লেখ পাওয়া যায়। এগুলো বাইশটি অধ্যায়ে বিভক্ত। কথিত আছে, ৩টি জাতক কাহিনী কালের গর্ভে হারিয়ে গেছে।

Video Edited by: Aongkayching Marma

আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও সমূহঃ
1. https://youtu.be/X-mI85b0i6A
2. https://youtu.be/U9rPvsrfcvE
3. https://youtu.be/woPXaDWCAug
4. https://youtu.be/zMCpzeGI4R0
5. https://youtu.be/NDfX6XDiTng
6. https://youtu.be/g3hjIr0cWUY
7. https://youtu.be/r3wxH6OYJ-w
8. https://youtu.be/YXpoxe5Ypxw
9. https://youtu.be/wx-LaOxkhHI
10. https://youtu.be/vUVyqUQkN5M
11. https://youtu.be/q8pWgGlFc6s
12. https://youtu.be/WuaKVu16A2w
13. https://youtu.be/eX-v_OqfFgM

Comment