MENU

Fun & Interesting

কীভাবে IBA এর জন্য পড়াশোনা করবো?

Momen Tazwoar Momit 17,622 6 months ago
Video Not Working? Fix It Now

আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের পডকাস্টের বিশেষ অতিথি হচ্ছেন আসিফ, যিনি বর্তমানে IBA-তে BBA করছেন। আসিফকে আজকের পডকাস্টে আনার বিশেষ কারণ হলো—আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলোর বেশিরভাগ ফলোয়ারই NCTB কারিকুলামের ছাত্র। আসলে, অনেক NCTB কারিকুলামের ছাত্র IBA সম্পর্কে তেমন জানে না, এবং এ কারণেই আমরা এই প্রস্তুতিতে পিছিয়ে পড়ি। আজকের পডকাস্টে আসিফ আলোচনা করবেন কীভাবে IBA-এর জন্য প্রস্তুতি নিতে হয়, কোন কোন উপকরণ দরকার, IBA থেকে পাস করার পর কী ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যায়। তাই, তোমরা যারা নতুন কলেজে উঠেছো বা যারা ৯/১০ শ্রেণিতে আছো, যদি পুরো পডকাস্টটি শোনো তাহলে এক বিশাল ইনসাইটফুল আলোচনা পেয়ে যাবে।

Comment