ICE অভিযান | "পরিস্থিতি যতোটা ভালো না বলা হচ্ছে, ততোটা খারাপ না | প্রবাসী টিভি
যুক্তরাষ্ট্রে অভিবাসী অধিকার নিয়ে কাজ করেন কাজী ফৌজিয়া। তিনি দেসিজ রাইজিং আপ এন্ড মুভিং নামে একটা সংগঠনে অর্গানাইজিং ডিরেক্টর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী উদ্যোগ নিয়ে ৪ ফেব্রুয়ারি ব্রুকলিনে কথা হয় তার সঙ্গে।