কানাডায় চাকরি, ভিসা এবং ইমিগ্রেশনের কথা বলে প্রতারনা করছে সংঘবদ্ধ একটি চক্র। বাংলাদেশে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের কানাডায় স্থায়ী বাসিন্দা হবার প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে
কানাডা ৩০০০০০ কর্মী খুঁজছে! কানাডার ভিসা ও কাজের গ্যারান্টি!! 🚩
ওয়ার্ক পারমিটের নিশ্চিত গ্যারান্টি! বিনামূল্যে বৃত্তি!! স্বল্প অভিজ্ঞতাসহ অথবা বিনা অভিজ্ঞতায় কানাডায় উচ্চ বেতনের চাকুরি!! বিনামূল্যে বিমান টিকেট এবং আবাসন ব্যবস্থা !! 🚩
কর্মসংস্থানের নিশ্চয়তা! বিশেষ প্রোগ্রাম!! হোটেল ক্লিনার হিসাবে মাসে ৪,০০০ ডলার উপার্জনের সুবর্ণ সুযোগ!!! 🚩
এগুলো সব ভুয়া
Canadian Immigration and Citizenship(CIC) এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে-www.cic.gc.ca.-Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটে আপনি বিনামূল্যে বিভিন্ন আবেদন ফরম এবং যে কোন ধরণের ভিসার জন্য আবেদন সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা পাবেন।
আপনি কোন ইমিগ্রেশন প্রতিনিধি নিযুক্ত করতে চাইলে- কারা আইনসম্মতভাবে আপনার প্রতিনিধিত্ব করতে পারে- এ বিষয়সহ আরও অন্যান্য বিষয়ে অধিকতর জানার জন্য Citizenship and Immigration Canada (CIC)-এর ওয়েবসাইটের ইমিগ্রেশন প্রতিনিধি (Immigration Representatives) সংক্রান্ত অংশগুলো দেখুনঃhttp://www.cic.gc.ca/e…/information/representative/index.asp
Music: Flying
Musician: Carl Storm