প্রিয় বন্ধুরা,
অনেক দিন থেকেই দুবাই ভিসা বন্ধ।আমরা সবাই সেটা জানি।অনেক আশায় ছিলাম প্রফেসর ইউনুস স্যার এর আগমন উপলক্ষে ভিসা খুলে যাবে।
কিন্তু সেটিও হলনা।
আসল কারণ কি, সেটাই ধুয়াসা রয়ে গেল।
অনেক আগে একটা ভিডিওতে কিছুটা স্পষ্ট করেছিলাম সেই বিষয়টি নিয়ে।
এখন আবার প্রফেসর ইউনুস স্যার এর আগমন উপলক্ষে সেটিই সত্য হল।
এর জন্য কারা দায়ি।প্রবাসীরা নাকি দালাল চক্র নাকি সরকার।
দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ। তাহলে আপনাদের মতামতের ভিত্তিতে আরেকটা ভিডিও নিয়ে আসব ইনশাআল্লাহ।
#dubai_visa_news_new_update_today#