শ্রীমঙ্গলের নিরালা পুঞ্জিকে বলা হয়ে থাকে মৌলভীবাজার জেলার মধ্যে একটি অন্যতম সুন্দর গ্রাম। খাসিয়াদের এই গ্রামটি শ্রীমঙ্গল শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে। তবে এই সুন্দর গ্রামটিতে যেতে হলে এক ভঙ্গুর রাস্তা পাড়ি দিতে হয়। খুবই রোমাঞ্চকর এই পথে মিলবে অনেক সুন্দরের দেখা।কখনও ঘন জঙ্গল আবার কখনো বিশাল চাবাগান থেকে শুরু করে উঁচুনিচু পাহাড়ি রাস্তা। আর এই সব আমার আজকের শ্রীমঙ্গলের নিরালা পুঞ্জির ভিডিও তৈরী করা।
#নিরালা_পুঞ্জি_শ্রীমঙ্গল
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter