আদি বিক্রমপুর অর্থাৎ বর্তমান মুন্সিগঞ্জের শ্রীনগর বাজারের একটি ঐতিহ্যবাহী খাবার হচ্ছে ছ্যাঁকা রুটি। যা এই বাজারের শত বছরের ঐতিহ্য। এই রুটি বা পরটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এখানে রুটি গুলো কেজি হিসেবে বিক্রি হয়। তাছাড়া এখানে বসে খাওয়ারও কোন ব্যবস্থা নেই। আপনাকে এখান থেকে রুটি কিনে নিয়ে অন্যত্র কোথাও গিয়ে খেতে হবে। এখানে সর্বোচ্চ আধা কেজি ওজনের রুটি বানানো হয়ে থাকে। রুটির কেজি ৮০টাকা করে বিক্রি করা হয়। আর এই রুটি খাওয়ার জন্য এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত মানুষের ভীড় লেগেই থাকে।
#ছ্যাঁকা_রুটি
For More Visit:
Website: https://infohunterbd.blogspot.com/
Facebook: https://www.facebook.com/bdinfohunter