উমর রাঃ এর ইসলাম গ্রহণের বিস্ময়কর ঘটনা! | Islamic Video Bangla
পরবর্তী ভিডিও: https://youtu.be/9eZtADeW6CE
.........
হযরত উকবা বিন আমের রাঃ থেকে সহীহ হাদিসে বর্ণিত আছে, রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার পরে কারো নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে উমর হতো সেই নবী। ইসলামে হযরত উমর রাঃ এর অব্স্থান কতটা গুরুত্বপূর্ণ, তা রসুল সঃ এর এই বক্তব্য থেকেই ধারণা করা যায়। তিনি ছিলেন ইসলামের মহান চার খলিফার একজন। তার শাসনামলেই ইসলামের বিজয়যাত্রা এতটাই বিস্তৃত হয় যে, তৎকালীন পৃথিবীর যতটুকু ভূখন্ড মানুষ আবিষ্কার করেছিল, তার অর্ধেকটাই চলে আসে খেলাফতের অধীনে। যে কারণে উমর রাঃ কে বলা হয় অর্ধজাহানের শাসক।
মজার বিষয় হচ্ছে, হযরত উমর রাঃ জীবনের দীর্ঘ সময় ইসলামের বিরোধিতা করেছিলেন। এমনকি তিনি রসুল সঃ কে হত্যার সিদ্ধান্তও নিয়েছিলেন। একটি ঘটনা তার চিন্তাভাবনায় আমূল পরিবর্তন নিয়ে আসে, আর তিনি ইসলামের ছায়াতলে নিজেকে সমর্পন করেন। ইসলামের ইতিহাসে অত্যন্ত চমৎপ্রদ সেই ঘটনাটিই তুলে ধরত যাচ্ছি আজকের পর্বে। শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই।
Related keywords::
Islamic Video Bangla,
হযরত উমর রাঃ,
উমর ইবনুল খাত্তাব রাঃ,
উমর ফারুক রাঃ,
উমর রাঃ,
ওমর রাঃ,
খলিফা উমর রাঃ,
হযরত উমর রাঃ এর ইসলাম গ্রহণ,
হযরত উমরের ইসলাম গ্রহণ,
উমর রাঃ এর ইসলাম গ্রহণের ঘটনা,
কেমন ছিল খলিফা উমরের শাসন,
খলিফা উমর রাঃ এর শাসন,
সাহাবীদের জীবনী,
সাহাবাদের জীবনী,
সাহাবীদের ঘটনা,
সাহাবীদের ইতিহাস