পাপে ভরা জীবন! কি উপায় হবে? Islamic Remainder || life of barzakh || life in grave || life in jannah
আমার ভাই ও বোনেরা! আমরা যখন আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় লিপ্ত হই, তখন আসমান-যমীনের ফেরেশতারা এবং সমুদ্রের দায়িত্বে নিয়োজিত ফেরেশতারা বিস্ময় প্রকাশ করে বলেন, "কী অবাধ্য জাতি এ! আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, তাঁরই দেওয়া অঙ্গ-প্রত্যঙ্গ ব্যবহার করে, তাঁরই সঙ্গে নাফরমানি করে! এত অকৃতজ্ঞ এ জাতি!"
এরপর তারা আল্লাহ তাআলার কাছে অনুমতি প্রার্থনা করেন। যমীন বলে, "হে আল্লাহ! এ পাপিষ্ঠদের গিলে ফেলতে দাও।" সমুদ্র বলে, "হে আল্লাহ! যদি অনুমতি হয়, জলোচ্ছ্বাস দিয়ে এদের সবটাকে ডুবিয়ে ধ্বংস করে দিই।"
জলোচ্ছ্বাস সম্পর্কে আমরা কে না জানি? কোনো জনপদের ওপর যখন আল্লাহর গযব হিসেবে জলোচ্ছ্বাস ধেয়ে আসে, তখন তার সর্বগ্রাসী তাণ্ডব থেকে কেউ রেহাই পায় না। বড় বড় শক্তিশালী দালান-কোঠা, জীবজন্তু, গাছপালা—কিছুই অক্ষত থাকে না।
এমনিভাবে আসমান-যমীনের ফেরেশতারা বলেন, "হে আল্লাহ! অনুমতি দিন, এদের সবাইকে ভূমিধ্বসে, পাহাড় ধ্বসে এবং মহাপ্লাবনে নিমজ্জিত করে চিরতরে নিশ্চিহ্ন করে দিই।"
ফেরেশতাদের এ কথার উত্তরে আল্লাহ তাআলা শুধুমাত্র বলেন, "যদি তোমরা এদের সৃষ্টিকর্তা হও, তবে এখনই পাকড়াও করো, ধ্বংস করে দাও সবাইকে। এক মুহূর্তও সুযোগ দিও না। আর যদি তাদের সৃষ্টিকর্তা আমি হই, তাহলে আমার এবং আমার বান্দাদের মাঝে নাক গলাতে এসো না। এখান থেকে কেটে পড়ো। আমি আমার বান্দাদের তওবার অপেক্ষায় আছি।"
#পরিণতি #lifeinjannah #grave #jannat #jahannam #mitru #islamicreminder