।। ইতি অপু ।। কবি - পৃথ্বীরাজ চৌধুরী কন্ঠ - সৌমিত্র চ্যাটার্জি ইতি অপু, কোনো সাধারণ কবিতা নয়। এই পত্র কবিতাটি পাঠক সমাজে সাড়া জাগানো একটি জনপ্রিয় কবিতা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী অপূর্ব সৃষ্টি অপুর মর্ম বেদনার ছবি, পৃথ্বীরাজ চৌধুরী তাঁর সুনিপুণ কলমের ছোঁয়ায় আমাদের উপহার দিয়েছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে তা যেন এক আলাদাই মাত্রা পেয়েছে। আমি চেষ্টা করেছি সৃষ্টি ও স্রষ্টাকে মিলিয়ে দেওয়ার। অপুর মধ্যে বেঁচে থাকুক আমাদের শৈশবের সারল্য, কৈশোরের দৌরাত্ম্য কিংবা যৌবনের বিফলতা। ©সমন্বয়