ABP Ananda Live: আগামীদিনে যাদবপুরের ভেতরে, বিদ্যার্থী পরিষদ সার্জিক্যাল স্ট্রাইক করবে এবং সেটা খুব ভয়ঙ্কর। যে সংগঠন যে ভাষা বোঝে, বিদ্যার্থী পরিষদ সেই ভাষাতেই জবাব দেবে। দিলীপ ঘোষের পর, এবার সার্জিক্যাল স্ট্রাইকের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি দিল ABVP। গতকাল দিলীপ ঘোষ বলেছিলেন, কীভাবে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে আপনারা দেখেছেন। পাল্টা SFI-এর তরফ থেকেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলা হয়েছে - ওরা হুঁশিয়ারি দিয়ে আসতেই পারে। আমরা প্রস্তুত হয়ে আছি। পাশাপাশি তাদের কটাক্ষ, যেহেতু যাদবপুরে তৃণমূল-বিজেপি দাঁত ফোটাতে পারে না, হয়তো ব্রাত্য বসুকে RSS-এর পক্ষ থেকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। পাল্টা AVBP-র দাবি, IPAC-এর মদতে TMCP এবং SFI-এর সেটিং চলছে।
#AVBP #surgicalstrike#jadavpuruniversity #westbengal #kolkatanews #tmcnews #sfiprotest #bratyabasu
#ABPAnanda #Bengalinews #ABPAnandaDigital #ABPAnandaLIVE #BengaliNews #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ #এবিপিআনন্দ #এবিপিআনন্দলাইভ