MENU

Fun & Interesting

জামায়াত কি সত্যিই স্বাধীনতাবিরোধী? ইতিহাস ও বর্তমান?| Jamaat-e-Islami|Shahedin| Bangladesh

সরল কথক শাহিদিন-Shahedin 978,205 lượt xem 3 months ago
Video Not Working? Fix It Now

জামায়াত কি সত্যিই স্বাধীনতাবিরোধী? ইতিহাস ও বর্তমান?| Jamaat-e-Islami|Shahedin| Bangladesh
জামাত কি সত্যিই স্বাধীনতাবিরোধী? মৌলিক আদর্শ কি? বাংলাদেশ জামায়াতে_ইসলামি| Jamaat-e-Islami|Shahedin
আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতিতে যেই দলটি সবচেয়ে বেশি আলোচনায় তার নাম 'জামায়াতে ইসলামি'। কিন্তু কেন? যেই দল তার প্রতিষ্ঠার পর থেকে কখনও রাষ্ট্র ক্ষমতায়ই যেতে পারে নি বরং নানান সময় নানান কাজের জন্য সরকার থেকে নিষিদ্ধ হয়েছে। সেই দল কেন এতো আলোচনায়?
সম্প্রতি জামাত নেতার অসাধারণ বক্তব্য, শিবিরের আত্বপ্রকাশ, মানবিক সংকটে এগিয়ে আসা ও অমুসলিম জামাত সদস্যদের(link) খবর এই আলোচনায় নতুন গতি দিয়েছে।

আজকের ভিডিওতে আমরা মূলত ৪ টি ফেইজে জামায়াতে ইসলাম নিয়ে আলোচনা করব-
১। জামায়াতে ইসলামির ইতিহাস
২। ১৯৭১ সালে জামাতের ভূমিকা ও পরবর্তী ঘটনা
৩। দল হিসেবে জামাতের কোনও ইউনিক বিষয় আছে কিনা
এবং- ৪। লম্বা সময়ের আওয়ামী শাসনে জামাতের টিকে থাকার কৌশল

আর এর সাথে বর্তমান বাংলাদেশের মানুষের মনস্তত্ব বিশ্লেষণে জামায়াত-ই-ইসলাম আসলে সরকার গঠনের মতো জনপ্রিয়তা পাবে কিনা, সেটাও আলোচনা করব।

চলুন শুরু করে যাক-

দেখুন দল হিসেবে জামাত-ই-ইসলাম বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে পুরনো। এই দলের জন্ম ১৯৪১ সালে ব্রিটিশ ভারতে। প্রতিষ্ঠাকালে নাম ছিলো জামাত-ই-ইসলাম হিন্দ। প্রতিষ্ঠাতা হায়দ্রাবাদের মওলানা আবুল আল মওদুদী।
জামায়াতে ইসলাম পাকিস্তানের আইয়ুব সরকারের বিপক্ষে আন্দোলন করেছে, কিন্তু আওয়ামীলীগের মাধ্যমে পুর্ব পাকিস্তান আলাদা হয়ে যাক এইটা তারা চায় নি। খুবই স্বাভাবিক যে দলের প্রধান পশ্চিম পাকিস্তানে বসে আছেন, তিনি যতই সরকার বিরোধী হোন না কেন, তিনি কখনওই চাইবেন না পুর্ব পাকিস্তান আলাদা হয়ে যাক।
কিন্তু ঝামেলা বাধছে, যখন ঐ একই দলের পুর্ব পাকিস্তান অংশের নেতারাও স্বাধীনতার বিরোধীতা করে, তখন।
৬৯-৭০ সাল পর্যন্তও না হয় মেনে নিলাম। কিন্তু যখন ৭১ এ যুদ্ধ শুরুর পর আর্মি গণহত্যা শুরু করলো, ধর্ষন-জ্বালাও পোড়াও ইত্যাদি শুরু করলো, তখনও বিরোধিতা করা ও পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে কাজ করাটা বিশাল বড় অন্যায়। পুর্ব পাকিস্তানের জামায়াতে ইসলামি নেতারা সেটাই করেছেন।

এখানে জামায়াতে ইসলামের যুক্তি হচ্ছে, তারা তো ইসলামি রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলো। সেখানে একটা মুসলিম রাষ্ট্র ভেঙ্গে গেলে তো সমস্যা। এবং তারা প্রচার করে পুর্ব পাকিস্তানের মুক্তিযুদ্ধ মূলত ভারতের ষড়যন্ত্র। এখানে ভারতীয় অনুপ্রবেশকারী আছে এবং এইটা ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র। এসব প্রচারে পুর্ব পাকিস্তান মানে আজকের বাংলাদেশের জামায়াতের নেতারাও জড়িত ছিলেন।

যুদ্ধ শেষে যুদ্ধকালীন পুর্ব পাকিস্তান জামায়াতের আমির গোলাম আযম যুদ্ধ বাধার পেছনে দায়ী করেন ভুট্টো ও ইয়াহিয়া খানকে। তিনি তার বিভিন্ন লেখায় বলেন- ভূট্টো ও ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ঝামেলা না করলে যুদ্ধ বাধত না। শেখ মুজিব প্রধানমন্ত্রী হইতেন এবং যেহেতু পাকিস্তানের দুই অংশে দুইটা দল মেজরিটি পেয়েছে তাই এটা এমনিতেই আলাদা হয়ে যেত। সবচেয়ে ভালো হত যদি শেখ মুজিব আগেই স্বাধীনতার ঘোষণা দিয়ে দিতেন।

কিন্তু যুদ্ধ করে আলাদা হয়ে যাওয়াটাকে জামাত সমর্থন করে নি। তারা এর বিরোধিতা করে। এর বিরোধিতা করতে গিয়ে, পাকবাহিনীর হত্যা-ধর্ষণ এগুলোকেও আর আমলে নেয় নি। বরং শান্তি কমিটি গঠন করে সেনাবাহিনীকে পুর্ণ সমর্থন করেছে। যা গণবিরোধী ও অপরাধমূলক কাজ।
গোলাম আজম তার বক্তব্যে মুক্তিযোদ্ধাদের বিচ্ছিন্নতাবাদী বলেছেন- তিনি বলেন, ""বিচ্ছিন্নতাবাদীরা জামায়াতকে মনে করতো পহেলা নম্বরের দুশমন। তারা তালিকা তৈরি করেছে এবং জামায়াতের লোকদের বেছে বেছে হত্যা করছে, তাদের বাড়িঘর লুট করছে জ্বালিয়ে দিয়েছে এবং দিচ্ছে। এতদসত্বেও জামায়াত কর্মীরা রাজাকারে ভর্তি হয়ে দেশের প্রতিরক্ষায় বাধ্য। কেননা তারা জানে 'বাংলাদেশ' ইসলাম ও মুসলমানদের জন্য কোন স্থান হতে পারে না। জামায়াত কর্মীরা শহীদ হতে পারে কিন্তু পরিবর্তিত হতে পারে না।" (দৈনিক সংগ্রাম, ৬ সেপ্টেম্বর ১৯৭১)


My profile- https://www.facebook.com/kamrulhasan.shahedin
My page- https://www.facebook.com/sorolkothok
Whatsapp Channel- https://whatsapp.com/channel/0029Van3Aeb1dAw2Dfx2Nb3X
Tiktok- https://www.tiktok.com/@shahedin50?_t=8pG2VAmiE30&_r=1

Jamaat-e-Islami Bangladesh is a prominent Islamic political party founded in 1941, initially as part of the broader Jamaat-e-Islami movement that began in India. The party advocates for the implementation of Islamic principles in governance and society, emphasizing social justice, economic reform, and moral values. Throughout its history, Jamaat-e-Islami has faced significant political challenges and controversies, particularly regarding its role during the Bangladesh Liberation War and subsequent allegations of collaboration with the Pakistani military. Despite these challenges, the party has maintained a strong support base, actively participating in elections and engaging in various social and welfare initiatives. Its influence remains a contentious aspect of Bangladeshi politics, reflecting the complex interplay of religion and state in the country.

#jamat
#jamat_amir
#jamat_e_islam
#জামাতে_ইসলামি
#জামাতে_আমির
#শিবির
#জামাত_শিবির
#shahedin
#১৯৭১_এ_জামাতের_ভূমিকা
#kamrul_hasan_shahedin
#গোলাম_আযম
#সাইদী
#মওলানা_মওদুদী

Comment