আচ্ছা, টেলিস্কোপের যে ছবিগুলো আমরা দেখছি, সেগুলো কি সঠিক? নাকি ফটোশপড? সাদাকালোতে পাওয়া ছবিগুলোকে রঙিন করে কীভাবে? বিগ ব্যাংয়ের সময়ের ছবিও কি আমরা দেখতে পাবো? ৪৬০ কোটি বছর নাকি ১৩০০+ কোটি বছর আগের ছবি? আরও কত শত প্রশ্ন, কত কৌতূহল! জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ঐতিহাসিক কিছু ছবি প্রকাশের পর থেকে জ্যোতির্বিজ্ঞান নিয়ে অনেকেরই নতুন করে আগ্রহ জন্মেছে, জিজ্ঞাসাও বেরিয়েছে। আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে সংক্ষেপে সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করলাম লেমেন্স টার্মে। সময় পেলে ভিডিওটি পুরোটা দেখুন, খারাপ লাগবে না আশা করি!