#jatra #Asimkumar #banglapodcast #interview #actor
যাত্রা সূর্য অসীম কুমার
১৯৬৪ সালে প্রথম “শতরূপা” নামে একটি যাত্রাদলে এই শক্তিমান শিল্পীর আত্মপ্রকাশ। এরপর নট্যভারতী, শ্রীমা, নাট্য কোং, শ্রীরাধা নাট্য কোম্পানি, অন্থিকা নাট্য কোং, নিউ গণেশ অপেরা, শিল্পীতীর্থ, অগ্রগামী, মোহন অপেরায় প্রতাপের সঙ্গে অভিনয় করে খ্যাতিমান হয়ে, যুক্ত হন নষ্ট কোম্পানির সঙ্গে। শিল্পীতীর্থের “বিবি আনন্দময়ী'র জমিদার রবিশংকর, মোহন অপেরার “সতী তুলসী" পালার শঙ্খচুড়, 'বরণীয়া বধূ পালার দাদু চরিত্রে অভিনয় করে বিভিন্ন পুরস্কার প্রদান পান। অসীমবাবুর অভিনয় জীবনের শ্রেষ্ঠ পালাগুলির মধ্যে বিনয়-বাদল-দীনেশ, ভুলি নাই, মাদার ইগ্ডিয়া, ধর্ম সিংহাসন, নিশিপুরের বৌ বিশেষ ভাবে উল্লেখযোগ্য । ৩২ বছরের যাত্রা জীবনে প্রায় ২৬০টি বিভিন্ন চরিত্রে রূপদান করেন। ১৯৬৪ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩২ বছরের যাত্রা জীবনে একদিনও রিহার্সালে অনুপস্থিত থাকেননি এটাই অসীমবাবু রচিত একমাত্র ইতিহাস নয়, -৭৩-৭৪ সালে নিউ গণেশ অপেরায় ৪টি পালার বিভিন্ন চরিত্রে ২৬৩টি শো, জ্যোতির্ময় দে বিশ্বাসের “মামলা জিতে মা হয়েছি” পালায় এক টানা ২০০ নাইট অভিনয় করা, বিগত ৩০ বছরে ৩ জন শ্রেষ্ঠতমা নায়িকার সঙ্গে অভিনয় যথা, বীণা দাশগুপ্তের সঙ্গে “জাত সঁপেছি কৃষ্ণ পায়ে”, বেলা সরকারের সঙ্গে “জীবনবাবু নমস্কার” ও “বাবুগো সিঁদুরের দাম অনেক” আবার গণেশ মুখোপাধ্যায়ের প্রযোজনায় বিজন থিয়েটারে, বীণা দাশগুপ্ত অভিনীত “নটী বিনোদিনী” নাটকে এক টানা ৪ মাস গিরীশ' চরিত্রে অভিনয়। অদীমকুমারের তৃতীয় নায়িকা, তারই পরম শ্রদ্ধেয়া জ্যোৎস্না দত্ত। বাড়িতে অভিনয় জীবনের যাবতীয় নথি দে” লাইনের সংবাদ থেকে বিজ্ঞাপনপোষ্টার এবং গ্রন্থপঞ্জি) স্ত্রী সীমার সঙ্গে মিলে-মিশে সযত্বে রক্ষা করা অসীমকুমারের একটা ইতিহাসকে ধরে রাখার বিস্ময়কর নজির। ফণিভৃষণ বিদ্যাবিনোদের কাছে নাট্য শিক্ষা নেওয়া অসীমকুমার নিজেই আঙ্গিক অভিনয়ের অর্থাৎ মোটা দাগের অভিনয়ের ধারা বর্জন করে শুরু করেন অসীমকুমার, তা ছাড়া প্রমোদ গাঙ্গুলীর টেলি ফিল্ম “সন্তান”-এ নায়িকা শ্রীলার সঙ্গে অভিনয় করেছিলেন তিনি।
১৯৯৬ সালের ইলেকশান পর্বে বামপন্থী (সি. পি. এম) আদর্শে ডঃ শন্তুনাথ চক্রবর্তীর “চেতনা” নামক পথ-নাটিকায় বীণা দাশগুপ্তের সঙ্গে অভিনয় করেন অসীম। ১৯৭৬ সালে অসীমকুমার অভিনীত “বিবি আনন্দময়ী”র লং প্লেইং রেকর্ড প্রকাশ করে এইচ. এম. ভি। এ ছাড়া “জীবনবাবু নমস্কার”, “বাবুগো সিঁদুরের দাম অনেক”, “ওগো মাটির ঘরে মা আসছে”, “শাখা দিয়ে পুরস্কারে সম্মানিত অসীমকুমার সম্প্রতি “যাত্রাসূর্য” উপাধি প্রাপ্ত হয়েছে
ভিডিও তে শিল্পী র জীবনের নানা বিষয় সাক্ষাৎকার এর মধ্যে দিয়ে উঠে এসেছে।
কৃতজ্ঞতা স্বীকার:যাত্রা অভিনেতা উৎপল চ্যাটার্জী
অভিনেতা অসীম কুমার, ও তার পরিবার
ক্যামেরা : প্রদীপ সাহু
সাক্ষাৎকার গ্রহণ অভিজিৎ সেন
Join this channel to get access to perks:
https://www.youtube.com/channel/UCmTUehSa91uIe2MCAJyIl4Q/join