MENU

Fun & Interesting

যে ছিলো দৃষ্টির সীমানায় - শাহনাজ রহমতউল্লাহ || Je Chilo Dhristir Simanay - Shahnaz Rahmatullah

Bangla Music Lyrics 1,585,998 5 years ago
Video Not Working? Fix It Now

গানঃ যে ছিলো দৃষ্টির সীমানায় কন্ঠঃ শাহনাজ রহমতউল্লাহ "যে ছিলো দৃষ্টির সীমানায়" গানটি শাহনাজ রহমতউল্লাহর একটি অনবদ্য সৃষ্টি। ব্যক্তিগত ভাবে আমার খুবই পছন্দের একটি গান। প্রয়াত এই কিংবদন্তী শিল্পি অমর হয়ে থাকবেন তার গাওয়া অসংখ্য বাংলা গানের মাঝে। "একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁয়" গানটি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় রেকর্ড করেছিলেন শাহনাজ রহমতউল্লাহ। যেই গানে ছিলো দেশপ্রেমের কথা। নাড়িয়ে দেয় মনকে। "যে ছিলো দৃষ্টির সীমানায়" গানটিও আপনাকে ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

Comment