MENU

Fun & Interesting

কিভাবে শিখতে হয় এটা আগে শিখো | Jhankar Mahbub | Ratul Khan | Golpography

Rokomari․com 48,826 2 years ago
Video Not Working? Fix It Now

বাংলাদেশের তরুণ লেখকদের মধ্য থেকে ঝংকার মাহবুব এর বই আলাদা করা যায় খুব সহজেই। তাঁর লেখার বিষয়গুলোও ব্যতিক্রমধর্মী। কম্পিউটার প্রোগ্রামিংয়ের মতো কাঠখোট্টা জিনিসকে কীভাবে এ দেশের তরুণদের মাঝে সহজবোধ্য করা যায়, এবং গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে কিভাবে একটি কার্যকরী ব্যবস্থায় রূপ দেয়া যায় তাই নিয়ে কাজ করে যাচ্ছেন। খুব অল্প বয়সেই লেখালেখি শুরু করেন ঝংকার মাহবুব। শুরুটা ছিল বাসার দেয়ালে, বোনদের বইয়ের পাতাতে কিংবা ঘুমন্ত অবস্থায় বাবার শরীরে- আঁকাআঁকি করে। তবে লেখকের অসীম প্রতিভা জোর করে প্রস্ফুটিত করার চেষ্টা পদে পদে বাধাগ্রস্ত হয়েছিল। তারপর? পাঠকসমাজে তাঁর পরিচিতি এখন গৎবাঁধা লেখার বাইরে নতুনত্বের আমেজ এনে দেওয়া তরুণ লেখক হিসেবে। এমন লেখকের জীবন থেকে অনেকটা সময় চুরি করে নিয়েছে বুয়েটের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। বাকী অংশ কেড়ে নিয়েছে নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের মাস্টার্স ডিগ্রী। এরপর কাজ করে চলেছেন, নিলসেন কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। নিজের কাজের বাইরে ঝংকার মাহবুব নিজেকে পরিচিত করে তুলেছেন, নানান পরিচয়ে। প্রোগ্রামার, উদ্যোক্তা,লেখকসহ নানান পরিচয়। গল্পগ্রাফির আলাপচারিতায় উঠে এসেছে তাঁর জীবনের অজানা অনেক গল্পের পাশাপাশি শিক্ষা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে তাঁর ভাবনা, ইচ্ছা এবং নানা প্রচেষ্টার কথা। চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুনঃ https://www.youtube.com/c/RokomariOfficial?sub_confirmation=1 টাইমস্ট্যাম্পঃ 0:00 - রিক্যাপ 0:39 - সূচনা 1:52 - একাডেমিক শিক্ষা বনাম সেলফ লার্নিং 5:39 - টেকনলজির সাথে টেক্কা দিবো কিভাবে? 9:50 - ডিপ্রেশন 13:40 - Enovation vs. Copy 17:50 - শেখা দরকার নাকি শেখানো? 23:46 - AI এর প্রভাব 29:14 - Current Education Industry 31:04 - উপসংহার 32:48 - ক্রেডিট #রকমারি #গল্পগ্রাফি #বইকথা ঝংকার মাহবুবের বইগুলো সংগ্রহ করতে পারেনঃ https://rokshort.com/L40BusrP1 কিভাবে শিখতে হয় এটা আগে শিখো | Jhankar Mahbub | Ratul Khan | Golpography

Comment