MENU

Fun & Interesting

শিকারী জিম করবেট এর বর্ণময় জীবন কাহিনী | Jim Corbett | জীবনী | Bangla

Ami Avijit Bolchi 4,134 1 year ago
Video Not Working? Fix It Now

আইরিশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিম করবেটের পূর্ণ নাম এডওয়ার্ড জেমস করবেট। সাবেক মিলিটারি সদস্য ক্রিস্টোফার উইলিয়াম করবেট ও মেরি জেনের অষ্টম সন্তান তিনি। উইলিয়াম মিলিটারিতে ইস্তফা দিয়ে ১৮৬২ সালে নৈনিতালের কলাধুঙ্গিতে একটি বাড়ি কিনে সেখানেই সপরিবারে বসবাস শুরু করেন এবং সেখানকার পোস্টমাস্টার বনে যান। এই বাড়িতেই ১৮৭৫ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন কিংবদন্তি শিকারি জিম করবেট। করবেট ভাইবোনেরা কলাধুঙ্গির বন্য পরিবেশে হেসে খেলে বেড়ে উঠতে থাকে। কিন্তু সত্বর এই হাসি-আনন্দে ছেদ পড়ে যখন পরিবারের একমাত্র আয়ক্ষম ব্যক্তি উইলিয়ামের ভবলীলা সাঙ্গ হয়। গৃহস্থালির তাগিদে খোদ বিধবা মেরি জেনই নেমে পড়েন রিয়েল এস্টেট ব্যবসায় এবং অনতিবিলম্বে নৈনিতালের অন্যতম একজন সফল ও প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ করেন। কিছুকাল বাদে করবেটের বড় ভাই পিতার পোস্টমাস্টারের চাকরিতে বহাল হন। ততদিনে তাদের গ্রামের আশপাশের বন্য প্রকৃতি ও জন্তু-জানোয়ারেরা প্রবলভাবে আকর্ষণ করতে শুরু করেছে অল্পবয়সী জিম করবেটকে। নিজের গরজে ও স্বভাবসুলভ উৎসাহে খুব অল্প বয়সেই তিনি বন আর বন্য প্রকৃতি সম্পর্কে অনেক কিছু শিখে ফেলেন। পশুপাখিদের ডাক ও শব্দ শুনে তাদের শনাক্ত করা থেকে শুরু করে জন্তু-জানোয়ারদের গমনপথ অনুসরণ করে অবস্থান নির্ণয়- সব বিদ্যেই তার নখদর্পণে চলে আসে। এবং এসব দক্ষতাই পরবর্তীকালে ভীষণ সব নরখাদক-সংহারে তাকে বিশেষভাবে সহায়তা করে। #biography #viralvideo #bangla #jimcorbett #information #history #podcast

Comment