MENU

Fun & Interesting

Judicial Stamp|Non-judicial Stamp|Revenue Stamp|Cartridge|Folio|Stamp Act, 1899|Court-fees Act, 1870

LawTubeBD 20,630 9 months ago
Video Not Working? Fix It Now

আদালতের কার্যক্রমে কিংবা চুক্তি, হলফনামা ও দলিল সম্পাদনের বেলায় আমরা জুডিসিয়াল স্ট্যাম্প, নন—জুডিসিয়াল স্ট্যাম্প, রেভিনিউ স্ট্যাম্প, কার্টিজ পেপার এবং ফলিও’র নাম শুনে থাকি আবশ্যকীয়ভাবে। কেবল নাম শোনা—ই নয়, মামলা দায়ের কিংবা চুক্তি বা দলিল সম্পাদনের সময় এগুলো ক্রয়ও করতে হয় এমন সকলকেই। কিন্তু অনেকেই জানেন না, এগুলো আসলে কী কিংবা এগুলোর কোনটি কী কাজে ব্যবহৃত হয় কিংবা এগুলোর প্রকৃত মূল্যই—বা কত? এই বিষয়টি উপলব্ধি করেই আমরা নির্মাণ করেছি এই এপিসোডটি, যেখান থেকে আপনারা পেয়ে যাবেন এই বিষয়ক সকল জিজ্ঞাসার উত্তর। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, পাঠ করেছেন মিশকাত শুকরানা আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান। #lawtubebd #JudicialStamp #RevenueStamp #cartridge #folio #stamppaper আইন সম্পর্কে আপডেট পেতে ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇 https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1 আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd

Comment