কাহাকে উপন্যাস স্বর্ণকুমারী দেবী | Kahake By Swarnakumari Devi | Kahake Uponnash |
স্বর্ণকুমারী দেবী বিরোচিত কাহাকে একটি অসাধারণ সুন্দর প্রেমের উপন্যাস। মৃণালিনী নামক এক নারীর জীবনে কতবার এবং কোন কোন পুরুষের মাধ্যমে প্রেম এসেছে এবং অবশেষে কিভাবে সে নিজের প্রিয়তম জীবনসঙ্গী খুঁজে পেয়েছে তাই এই উপন্যাসের আলোচ্য বিষয় । প্রসঙ্গত উপন্যাসের প্রেম মনস্তত্ত্ব , একজন প্রেমিকা নারীর হৃদয়ের কথা, আত্মকথন রীতিতে ব্যাক্ত হয়েছে । আলোচ্য উপন্যাসটির একটি বিশ্লেষণাক্তক আলোচনা আজকের ভিডিও আকারে বিবৃত করলাম। আশা করি সকলে এর দ্বারা উপকৃত হবে । সাহিত্য রস প্রিয় মানুষের আমার উপস্থাপনা অবশ্যই ভালো লাগবে। এবং ছাত্র-ছাত্রীদের উপকারে লাগবে। ধন্যবাদ ।
#কাহাকে #কাহাকেউপন্যাস #স্বর্ণকুমারীদেবী #বাংলাউপন্যাস #উপন্যাসেরআলোচনা #kahake #swarnakumaridevi #uponnas #summary #bookreview