MENU

Fun & Interesting

কাজী নজরুল ইসলাম : জীবনের শেষ অধ্যায় / Kazi Nazrul Islam : Last Period of His Life Story

The Galposalpo 1,321,541 3 years ago
Video Not Working? Fix It Now

This video is about the tragic end / last period of life story of Kazi Nazrul Islam ( কাজী নজরুল ইসলাম : জীবনের শেষ অধ্যায় / কাহিনী / পর্ব ). ১৯৪২ সালের ১০ই জুলাই। কবি কাজী নজরুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বিভিন্ন খবরের কাগজে নজরুল ইসলামের সেই আকস্মিক শরীর বিপর্যয়ের সংবাদ প্রকাশিত হয়েছে। আশা করা হয়েছিল যে, ভারত বিখ্যাত এই কবি, বাঙালির প্রাণের কবি, কবি কাজী নজরুল ইসলামের এই অসুস্থতার খবর পেয়ে তার শুভানুধ্যায়ীরা, তার ভক্তরা, সবাই দলে দলে ছুটে আসবেন। কিন্তু না, কেউই আসলেন না। হিন্দু মুসলমান নির্বিশেষে সকলের কাছে তিনি পরিত্যক্ত। বাঙালির প্রাণে বিদ্রোহের আগুন লাগিয়েছিলেন যিনি, শ্যামাসঙ্গীতের পাশাপাশি ইসলামিক সংগীতে ঝড় তুলেছিলেন যিনি, অসম্ভব জনপ্রিয় সব নজরুলসংগীত লিখে, সুর দিয়ে যিনি বাঙ্গালীর সংগীতজগতকে, সংস্কৃতির জগৎকে সমৃদ্ধ করেছিলেন, আলোকিত করেছিলেন, সেই তিনি, কবি কাজী নজরুল ইসলাম অসুস্থ অবস্থায় কাউকে পাশে পেলেন না। ঘরে তার পঙ্গু স্ত্রী, তার চিকিৎসার জন্য ওষুধপত্রের জন্য টাকা দরকার, দুই ছেলে কাজী সব্যসাচী এবং কাজী অনুরুদ্ধ, তাদের বেঁচে থাকার জন্য টাকা দরকার, বাড়িতে আশ্রিত আরো দু-তিনজনের সাথে আছেন শাশুড়ি গিরিবালা দেবী, সেই সংসার চালানোর জন্য টাকা দরকার, সর্বোপরি তার নিজের চিকিৎসার জন্য টাকা দরকার। কিন্তু সেই নিদারুণ শোচনীয় অবস্থায় তিনি কারো কাছ থেকে কোনরকম আর্থিক সাহায্য পেলেন না। অচিরেই অসুস্থ কবি নজরুল ইসলামের জীবন হয়ে উঠলো এক ট্র্যাজিক জীবন। সেই জীবন বর্ণনা করা বাস্তবিক অর্থেই এক হৃদয়বিদারক কাজ। তবু এই ভিডিওতে আন্তরিকতার সাথে সেই কাজটি করার একটা চেষ্টা করা হয়েছে। ভিডিওটি বেশ বড়। যদি কোন ভুল হয়ে থাকে তা অনিচ্ছাকৃত। আশা করি, আপনারা দেখবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন। For making this video I am grateful to: তথ্যঋণ: ১) নজরুল জীবনের শেষ অধ্যায় By সুফী জুলফিকার হায়দার ২) নজরুল জীবনী By অরুণ কুমার বসু ৩) উইকিপিডিয়া Thanks a lot yours faithfully The Galposalpo #nazrulislam #najrul_islam

Comment