MENU

Fun & Interesting

সুপার কার্প ফ্যাটেনিং।১৪kg কাতলা,৬ kg রুই ,১৮ kg বিগহেড। হাতে বানানো খাবার। আবেদিয়ান পরিচর্যা

ABEED LATEEF 71,343 lượt xem 2 years ago
Video Not Working? Fix It Now

আমরা যারা কাপ ফ্যাটেনিং করতে চাই তারা মাছের পোনার সাইজ ও সংখ্যা সঠিকভাবে না দিতে পারার কারণে মাছ সেরকমের বড় হতে পারে না।
পোনার সাইজ দেড় কেজি এবং শতকে সর্বোচ্চ আটটা মাছ ছেড়ে সাত-আট মাস পরে আংশিক আহরণ করে পরে পাঁচ ছয়টা রেখে দিয়ে মোটামুটি দীর্ঘ সময় যদি চাষ করা যায় তাহলে মাছের যে সাইজটা হবে সেই সাইজের যে বাজার মূল্যটা পাওয়া যাবে সেটাই হবে চাষীর সবচাইতে বুদ্ধিমানের কাজ।
সেই সাথে অনেক বেশি হিসাব করে অথচ প্রয়োজনীয় পরিমাণ খাবার এবং সঠিক পরিচর্যা যদি না করা যায় তাহলে মাছের আকাঙ্ক্ষিত সাইজে আসাটা অনেক দুঃসাধ্য হয়ে পড়ে।

#সুপার_কার্প_ফ্যাটেনিং,

একই সাথে পরিচর্যা বলতে চুন, সার, লবণ, মোলাসেস ও ছাই এগুলো ব্যবহারের মাধ্যমে মাছকে নিরাপদে রাখা আমাদের জন্য অত্যন্ত জরুরি

Comment