MENU

Fun & Interesting

Khairun Sundory = খায়রন সুন্দরী’র জারি গান/পালা গান, জামালপুরে ঐতিহ্যবাহী গান

HeritageBD 1,276,320 7 years ago
Video Not Working? Fix It Now

Hoque Theater Present Label: Sohel Electronics আজ থেকে ৫০/৬০ বছর আগে জামালপুর জেলার বকসীগঞ্জ উপজেলার এক মেরুরচর গ্রামের আজগর মাস্টারের মেয়ে খায়রন-এর প্রেমে পড়ে একই জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বরখালী গ্রামের বিড়ির ব্যবসায়ী ফজল হক। পারিবারিকভাবেই তাদের বিয়েও হয়। সুখের সংসারে আগুন লাগায় খায়রনের ছোট ভাই। মিথ্যা ধারণার বশবর্তী হয়ে ফজল খায়রনকে হত্যা করতে গিয়ে প্রথমবার হত্যা করে ফেলে নিজ পুত্রকে। পরে আবারো প্রচেষ্টা নেয় খায়রনকে হত্যা করতে, এবার সে ডাকাতদের সহায়তায় খায়রনকে হত্যা করে নদীতে ভাসিয়ে দেয়। পরের দিন নদীতে ভেসে উঠে খায়রনের লাশ। এককান দুকান থেকে জানাজানি হয়ে যায় ফজলের হত্যার কথা। খায়রনের লাশ শনাক্ত হয়, পড়শীরা প্রতিবাদে ফেটে পড়ে, ....অবশেষে ফজল ধরা পড়ে পুলিশের হাতে.......আহাজারি চলতে থাকে মেরুরচরে... আজো সেই অঞ্চলের মানুষের মুখে মুখে ফেরে খায়রুনের প্রেম ও হত্যাকান্ডের কাহিনী।

Comment