খাকি ক্যাম্পবেল হাঁস পালন | khaki Campbell duck farming Bangladesh | হাঁস পালন পদ্ধতি
হাঁসের বাচ্চা (ducklings) ২ সপ্তাহ বা এর বেশী সময় ধরে পর্যাপ্ত তাপ দিয়ে ব্রুডিং করাতে হয়। ২০ থেকে ২৫ দিনের মধ্যে হাঁসকে মেঝেতে ছাড়া যেতে পারে। মেঝেতে ছাড়ার আগে হাঁসের জন্য পুরু স্তরের বিছানা পেতে দিতে হবে (Deep litter) বিছানা তৈরি করা যাবে ৩ ইঞ্চি গভীর তুষ আর কাঠের গুঁড়ো ছড়িয়ে। ঘেরার মধ্যে হাঁস পালতে হলে খাঁকি ক্যাম্পবেল হাঁস পিছু তিন বর্গফুট জায়গা দিতে হবে।খাঁকি ক্যাম্পবের বাচ্চা মাদি ১৭ থেকে ১৮ সপ্তাহে ডিম দেয়। কিন্তু উন্নত জাতের মুরগি ২১ সপ্তাহের আগে লাভজনক ভাবে ডিম দেয় না। আরো সুবিধা হলো- মুরগি সারাদিনে যে কোন সময় ডিম দিতে পারে। হাঁস সন্ধ্যা রাত থেকে সকাল নয়টার মধ্যে যা ডিম দেবার দিয়ে দেবে।
এই খামারের পরবর্তী ভিডিও দেখুন⤵️
https://youtu.be/07j2Jq-Nit0
#krishiup #duck #duckfarming #ducklings #khakicampbell #হাঁসের_খামার #খাকিক্যাম্পবেল_হাঁসের_খামার
#হাঁস_পালন
#হাঁস
@KrishiUp