খিলগা =খিলগাঁও তালতলা মার্কেট - Khilgaon- Khilgaon Railgate-Khilgaon Bazar- Khilgaon Flyover- we5tv
Khilgaon railgate,Khilgaon bazar,khilgaon flyover,khilgaon street food,bangladesh,bangladeshi food,bangladeshi street food,bangladeshi street food dhaka,Secret Recipe,vuter adda,Taltola dhaka,shohid baki road,chowdhuripara,taltola khilgaon,food,street food,food channel,food review,food vlog,tasty food,street food of bangladesh,best street food,Best Restaurant in dhaka,Chop,Fuchka,we5tv,khilgaon market,khilgaon taltola market,beautiful road khilgaon
খিলগাঁও বাংলাদেশের ঢাকা বিভাগের অন্তর্গত ঢাকা জেলার একটি থানা। এটি দ্বারা আবদ্ধ হয় এর উত্তরে রামপুরা ও বাড্ডা থানা, দক্ষিণে মতিঝিল, সবুজবাগ ও ডেমরা থানা, পূর্বে রূপগঞ্জ উপজেলা এবং পশ্চিমে রমনা ও তেজগাঁও থানা অবস্থিত।
খিলগাঁও ভৌগোলিক ২৩.৭৫০৮° উত্তর ৯০.৪২৬৪° পশ্চিম সীমায় অবস্থিত। থানাটি মোট ১৪.০২ বর্গকিমি এলাকা জুড়ে বিস্তৃত
খিল বা পতিত জমি হতে খিলগাঁও শব্দের উৎপত্তি। এখানে একসময় প্রচুর পরিমাণের পতিত জমি ছিল। তাই পরবর্তীতে জায়গাটির নাম হয় খিলগাঁও।
থানাটির গড় শিক্ষার হার পুরুষ ৫৭.৫% এবং নারী ৬১.৫২%। থানাটিতে ২৬টি স্কুল, ৬টি মাদ্রাসা এবং ১১টি কলেজ রয়েছে। খিলগাঁও এলাকার একমাত্র বিশ্ববিদ্যালয় খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজ।[তথ্যসূত্র প্রয়োজন] নিম্নে খিলগাঁও এলাকার কয়েকটি স্বনামধন্য স্কুল ও কলেজ তুলে ধরা হলো:
খিলগাঁও উচ্চ বিদ্যালয়
খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ
খিলগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ
ন্যাশনাল আইডিয়াল স্কুল এন্ড কলেজ
ফিউচার কমার্স কলেজ
কোয়ালিটি এডুকেশন হোম
রোকেয়া কিন্ডারগার্টেন
শহিদ বাবুল একাডেমি
সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ
ফয়জুর রহমান স্কুল এন্ড কলেজ
ই-হক কলেজ
বাংলাদেশ কমার্স কলেজ
আলী আহমদ কলেজ ইত্যাদি[২]
ঢাকা জেলার মধ্যে অবস্থিত হবার কারণে থানাটির যাতায়াত ব্যবস্থা সহজ। রিক্সা, সিএনজির পাশাপাশি যাতায়াতের জন্য স্বনামধন্য বাস চলাচল করছে এলাকাটি দিয়ে, এগুলো হলো - মিডলাইন, বাহন, রাইদা, নূর-এ-মক্কা, লাব্বাইক, এম এম লাভলী, তালুকদার। বাসগুলো খিলগাঁও এলাকার সাথে মতিঝিল, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, গুলশান প্রভৃতি এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ করে তুলেছে।
খিলগাঁও ফ্লাইওভার ১.৯ কিলোমিটার দৈর্ঘ্যের। এর নির্মাণকাজ শুরু হয় ২০০১ সালে এবং সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২০০৫ সালের মার্চ মাসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারটি উদ্বোধন করেন। শুরুতে এ ফ্লাইওভারের বাসাবো এলাকার দিকের লুপ তৈরীর কাজ অসম্পূর্ণ ছিল। স্থানীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর সুপারিশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশের পর তা বাস্তবায়নের শেষে চূড়ান্তভাবে উদ্বোধন করে সকলের জন্য তা উম্মুক্ত করে যান চলাচলের সহনীয়তা পর্যায়ে আনা হয়। যাত্রাবাড়ী, মালিবাগ ও মতিঝিলে যাতায়াতকারীদের ভোগান্তি অবসান হয়।
খিলগাঁও থানার মোট জনসংখ্যা হলো ২,৩০,৯০২ জন (পুরুষ ১,২৫,৩০৬ ও মহিলা ১,০৫,৫৯৬)।
খিলগাঁও থানাটি মূলত ৩টি ওয়ার্ড, ১৩টি মহল্লা এবং ৯টি গ্রাম নিয়ে গঠিত।
ছোট বড় মিলিয়ে উৎপাদনশীল অনেক শিল্প প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের বিদ্যমান এ এলাকা। স্থানীয় সংসদ সদস্য জনাব সাবের হোসেন চৌধুরীর সবুজ মতি নামক বহুমুখী সেবা প্রকল্প এখানে অসহায়দের সাবলম্বী করার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে। বেকারদের কর্মক্ষেত্রে নিয়োগ দেয়া সহ দুস্থ অসহায় শিশুদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের বিষয়টি উক্ত প্রতিষ্ঠানের অন্যান্য সেবামূলক কাজের মধ্যে অন্যতম।
প্রখ্যাত জ্যোতিষী ও হারবাল চিকিৎসক মরহুম জনাব কবিরাজ সুলাইমান খোয়াজপুরের উৎপাদিত স্বনামধন্য মাথা ঠান্ডা করার "কৃষ্ণতিলা" ও "চন্দ্রিকা" শীতল কেশতেল[৩]প্রস্তুতকারক হারবাল প্রতিষ্ঠান মেসার্স কবিরাজ ঘর ঢাকা [৪] অত্র খিলগাঁও থানার অন্তর্ভুক্ত দক্ষিণ গোড়ান (কবিরাজ গলিতে)[৫] অবস্থিত। বর্তমানে উক্ত প্রতিষ্ঠানটি উত্তরাধীকারী সূত্রে প্রাপ্ত জনাব কবিরাজ গাজী বজলুল মূলক[৬] এর তত্ত্বাবধানে উৎপাদন প্রক্রিয়া অব্যাহত রয়েছে।