খুমী আদিবাসীরা সাধারণত ৩টি ধর্মে বিভক্ত। ক্রামা, খ্রিষ্টান এবং বৌদ্ধ। তাই তাদের ধর্ম ভেদে সামাজিক অনুষ্ঠানসমূহের ধরণও ভিন্ন হয়ে থাকে।
নতুন বাড়ি উদ্বোধন করার সময় কি কি আয়োজন থাকে তা দেখানোর চেষ্টা করেছি এই ভিডিওতে।
কিছু তথ্যঃ ১৭শ শতকের শেষভাগে খুমি আদিবাসীরা আরাকান থেকে পার্বত্য চট্টগ্রামে আগমন করে। খুমীদের মুল জনগোষ্ঠীর বসবাস মায়ানমারে। অনেকের মতে খুমি আদিবাসীরা মূলত মঙ্গোলীয় জনগোষ্ঠীভুক্ত একটি দল। ১৯৯৯ সালের জনসুমারী অনুযায়ী বাংলাদেশে খুমিদের জনসংখ্যা ১২৪১ জন।
#khumi #tribe #bandarban
✅For branding and Business inquiries ►sbikash1110@gmail.com
✅Instagram ► https://www.instagram.com/thesbikash
✅Facebook Page ► https://www.facebook.com/sbikashvlogs
✅Facebook ID ►https://www.facebook.com/sbikashchakma1
✅Twitter Account ►https://www.twitter.com/bikashchakma1