MENU

Fun & Interesting

Kolite Poyda Hoyese| কলিতে পয়দা হয়েছে| কলির কীর্ত্তণ (লালন) Fakir Saheb| ফকির সাহেব

AKM Nazrul 4,363,462 6 years ago
Video Not Working? Fix It Now

Kolite Poyda Hoyese || কলিতে পয়দা হয়েছে || Fakir Saheb || ফকির সাহেব || কলির কীর্ত্তণ (লালন) গানের কথাঃ সাগরে জল নাই, বাজারে মারে ঢেউ। আবার বাপের যখন হয় নাই বিয়ে, ছেলের কোলে বউ রে...। বাপ কি শুনাইলি.........আব্বা। কলিতে পয়দা হয়েছে।। দিল দরিয়ার মাঝেরে ভাই একটা সর্প রয়েছে, আবার সর্পের মাথায় একটা ব্যাঙে নৃত্য করতেছে। বাবা কি শুনাইলি.........আব্বা। কলিতে পয়দা হয়েছে।। দিল দরিয়ার মাঝে রে ভাই, ওই একটা ডিম্ব রয়েছে, সেই ডিমের ভিতর ছয়টা ছানা বসত করতেসে। বাপ কি শুনাইলি.........আব্বা। কলিতে পয়দা হয়েছে।। সকাল বেলা লও সমন্ধ, দুপুর বেলায় বিয়ে। আবার সাঝের বেলায় বউটা এলো, ছেলে পুলে কোলে রে...। বাপ কি শুনাইলি.........আব্বা। কলিতে পয়দা হয়েছে।। পানি গড়গড়ায়ে পড়তাছে, বাবা আমায় ডাকতেছে, আয় রে মানিক আমার বুকে, আয়। বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিনগান। ভান্ডারী আমারে পাগল বানাইছে।। দেহের ভিতর আছে একটা পানি তোলার চাপকল, সেখানে বাবায় চাপ দিয়াছে। পানি গড়গড়ায়ে পড়তাছে, বাবা আমায় ডাকতেছে, গড়গড়ায়ে পড়তাছে, বাবা আমায় ডাকতেছে।। ------------------------------------------------------------------------------------------------------ Song: Kolite Poyda hoyese Singer: Fakir Saheb, Student of Jahangirnagar University Please subscribe to this channel for more vides. Thank you!

Comment