আগে গরু পালন শিখুন, পড়ে গরুর খামার শুরু করুন । টাকা থাকলেই খামার করে লাভবান হওয়া যায় না, গরু খামার করতে যা যা জানা জরুরী- যেমন জাত নির্বাচন, ভালো সেড নির্মান, সুষম খাদ্য, চিকিৎসা এসব বিষয়ে জ্ঞ্যান অর্জন করে তবেই খামার করুন ।