MENU

Fun & Interesting

প্রতিদিন আমলের জন্য সকাল সন্ধ্যার জিকির ও দোয়া l Morning evening Jikir and Dua. Alaa Aqel

Alor Dhara Al Quran 186,576 6 months ago
Video Not Working? Fix It Now

প্রতিদিন আমলের জন্য সকাল সন্ধ্যার জিকির ও দোয়া l Morning evening Jikir and Dua l যিকর হলো- আল্লাহর নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমাদের এক বর্ণনায় যিকরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমের একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে, তা হলো আল্লাহর যিকর। যিকর আত্মার খোরাক, শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার, বিপদাপদ থেকে রক্ষা ও দুশ্চিন্তা দূর করার উপায় এবং অল্প সময়ে বিপুল সওয়াব ও মুমিন জীবনে সৌভাগ্যের সোপান। সহীহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ (স:) বলেছেন, মুফাররিদগণ অগ্রগামী হয়ে গেছেন। মুফাররিদ কারা? জানতে চাওয়া হলে জবাবে তিনি বলেছেন, যেসব নারী ও পুরুষ অধিক পরিমাণে আল্লাহর যিকর করে। মহান আল্লাহ তায়ালা সূরা আলে ইমরানের ৪১ নং আয়াতে বলেছেন: وَٱذْكُر رَّبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ "অধিকহারে তোমরা পালনকর্তাকে স্মরণ করবে। আর সকাল সন্ধ্যায় তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে।" একই নির্দেশ সূরা রূমের ১৭ নং আয়াতে রয়েছে: فَسُبْحَٰنَ ٱللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ "অতএব তোমরা আল্লাহর তাসবীহ কর, যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে ।" সূরা আহযাবের ৪২ নং আয়াতে বলা হয়েছে: وَسَبِّحُوهُ بُكْرَةً وَأَصِيلًا "আর সকাল-সন্ধ্যায় তাঁর পবিত্রতা ঘোষণা কর।" এবং সূরা গাফিরের (আল মুমিন) ৫৫ নং আয়াতেও উল্লেখ করা হয়েছে: وَٱسْتَغْفِرْ لِذَنۢبِكَ وَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ بِٱلْعَشِىِّ وَٱلْإِبْكَٰرِ "...আর তুমি তোমার ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা কর এবং সকাল- সন্ধ্যায় তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ কর।" এ কারণে দিন ও রাতের যে কোনো সময়ের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল ও সন্ধ্যায় আল্লাহর যিকর ও তাসবিহে বেশী মশগুল থাকতেন এবং আমাদেরকে সকাল সন্ধ্যার মূল্যবান সময়ে আল্লাহর যিকরে মশগুল থাকতে নির্দেশ দিয়েছেন। এই ভিডিওটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত সকালের যিকরসমূহ অর্থসহ তুলে ধরা হয়েছে। ইনশাআল্লাহ, আমরা সকলেই আমলের নিয়তে ভিডিওটি দেখব এবং যিকরগুলো মুখস্থ করে ফেলব। আপনার নিকটজনের নিকট ভিডিওটি শেয়ার করে তাকেও আমলে উদ্বুদ্ধ করে সওয়াব অর্জন করে নিতে পারেন, ইনশাআল্লাহ। আল্লাহপাক আমাদের সবাইকে বেশি বেশি যিকর ও নেক আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামীন। আমাদের চ্যানেলে প্রতিদিন কুরআন তিলাওয়াত আপলোড করা হয়। প্রতিদিন কুরআন তিলাওয়াত শুনতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। @Alor_Dhara_Al_Quran Our channel daily uploads of Quran recitation. Stay tuned to our channel to hear Quran recitation every day. @Alor_Dhara_Al_Quran

Comment