সাধারণ বাগানিদের বাগানের নানা রকম পোকা যেমন লীফ মাইনার leaf miner , ল্যাদা পোকা অর্থাৎ নানা রকম leaf eating bug ,ফল ছিদ্রকারী পোকা অর্থাৎ fruit borer , ফলের মাছি অর্থাৎ ফ্রুট ফ্লাই , থ্রিপস , মাকড় অর্থাৎ mites, জাপ পোকা অর্থাৎ Aphids , মিলিবাগ mealybugs , সাদমাছি whitefly ইত্যাদি মারতে নানা রকম কীটনাশক ব্যবহার করা সম্ভব হয় না l তাই আজ profex super , Politrin C , Rocket 44 EC , সবিক্রন ৪২৫ অর্থাৎ গ্রুপ এর মিশ্র কীটনাশক ও তাদের কার্যপ্রণালী ও প্রয়োগ পদ্ধতি নিয়ে আলোচনা করবো যাতে একটি কীটনাশক দিয়ে মোটা মুটি সব ধরনের পোকা কে বাগান থেকে দূরে রাখতে পারেন l