#তোমায়_ঘিরে#Labiba_Islam_Rojaতোকে আমি খুন করে ফেলবো তবুও অন্য কারো বউ হতে দেব না।জানিস
#তোমায়_ঘিরে
#সূচনা_পর্ব
#Labiba_Islam_Roja
তোকে আমি খুন করে ফেলবো তবুও অন্য কারো বউ হতে দেব না।জানিস তোর লাশও আমার সহ্য হবে কিন্তু তুই অন্য কারোর বউ এটা আমি সহ্য করতে পারবো না।বিয়ে করার খুব শখ তোর তাই না।আজ তোর বিয়ের শখ মিটাচ্ছি আমি। আমার থেকে বড়লোক ছেলে পেয়ে দেই দেই করে নাচতে নাচতে বিয়ের পিড়িতে বসে পড়লি হুহ।অন্ধকারে নিমজ্জিত ঘরের এক কোণে মেহরীমার গলায় ছুরি তাক করে দাঁড়িয়ে আছে আরাভ।চোখ দুটো বড় বড় রক্তবর্ণ ধারণ করে আছে তার।ওকে দেখলে এখন যে কেউ পাগলের তকমা অনায়াসেই লেপ্টে দেবে ওর গায়ে।কিন্তু ওর কি যায় আসে তাতে।
.