MENU

Fun & Interesting

London expatriate HabibunNesha invited me to a party.লন্ডন প্রবাসি হাবিবুন নেছা মাঝের হাটি রাইয়াপুর

SAMAD AZAD 968 4 weeks ago
Video Not Working? Fix It Now

আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভাল আছেন সুস্থ আছেন, প্রিয় দর্শক শ্রোতা দির্ঘ চোদ্দ বছর পরে মামা ত বোন হাবিবুননেছা আপার সাথে দেকা হল তাদের বাড়িতে, তিনি ছোট বেলা থেকে ইংলেন্ডে বসবাস করেন, গত দুই বছর দরে মাঝের হাটির উত্তর ও দক্ষিণ পাশের নিজের লোকদের মধ্যে সামান্য ভুল বুঝা বুঝি হয়ে চিলো তাই নিজেদের মধ্যে একটু ফাটল দরে চিলো, লন্ডন প্রবাসী হাবিবুননেছা আপা বিষয়টি শুনে আরেক ভাই জাহেদ কে নিয়ে বিষয়টি সমাধানের চেস্টা করেন, আলহামদুলিল্লাহ সব সমস্যার সমাধান হয়েছে, তার চার দিন পরে ০২/০২/২০২৫ ইংরেজি হাবিবুননেছা আপার বাবার বাড়ি রাইয়াপুর আদর্শ গ্রাম মাঝের হাটিতে সকল আপনজনদের নিয়ে একটু দোয়ার আয়োজন করেন, দোয়া শেষে সবাইকে নিয়ে শিরনী খাওয়ার আয়োজন করেন, আমি আপনাদের জন্য অল্প একটু ভিডিও রেকডিং করে শেয়ার করিলাম, আশা করি ভিডিও টা আপনাদের ভাল লাগবে।

Comment