MENU

Fun & Interesting

Low Cost Sundarban Tour 2024 | 2 Nights 3 Days Sundarbans Package Sundarban Tour Plan 2024 সুন্দরবন

GHURTE JABO 233,588 1 year ago
Video Not Working? Fix It Now

Low Cost Sundarban Tour 2024 | 2 Nights 3 Days Sundarbans Package | Sundarban Tour Plan | Sundarban 2023 | Sundarban ilish utsab | 2024 সুন্দরবন =========================================================== এই প্যাকেজের সব থেকে বড়ো সুবিধা হলো, সবথেকে কম খরচে দারুনভাবে, ভালো ভালো জায়গা ঘোরা, ভালোভাবে থাকা, আর দারুন দারুন খাবার খাওয়া। এই সাগরসঙ্গম ট্রাভেলসের নিজস্ব চারটে লঞ্চ থাকায়, এনারা এতো কমে ঘোরাতে সক্ষম হচ্ছেন। এবার বলে দি কত টাকা প্যাকেজ। নিম্নে বর্ণিত খরচের মধ্যে আপনাকে ক্যানিং থেকে রিসিভ করে সমস্ত ঘুরিয়ে আবার ক্যানিংএই ড্রপ করে দেওয়া হবে। অটো ভাড়া থেকে শুরু করে তিনদিনের লঞ্চ, থাকা, খাওয়া, ঘোরা, সবকিছুই এই টাকার মধ্যে অন্তর্ভুক্ত। ১) আপনারা যদি একটা রুম ৪ জন শেয়ার করেন, তাহলে জনপ্রতি ৩৪০০ টাকা। "ঘুরতে যাবো" চ্যানেলের নাম বললে ২০০ টাকা ছাড়। তার মানে দাঁড়ালো জনপ্রতি ৩২০০ টাকা। 2) আপনারা যদি একটা রুম ৩ জন শেয়ার করেন, তাহলে জনপ্রতি ৩৬০০ টাকা। "ঘুরতে যাবো" চ্যানেলের নাম বললে ২০০ টাকা ছাড়। তার মানে দাঁড়ালো জনপ্রতি ৩৪০০ টাকা। ৩) আপনারা যদি একটা রুম ২ জন শেয়ার করেন, তাহলে জনপ্রতি ৩৮০০ টাকা। "ঘুরতে যাবো" চ্যানেলের নাম বললে ২০০ টাকা ছাড়। তার মানে দাঁড়ালো জনপ্রতি ৩৬০০ টাকা। (বিঃ দ্রঃ- ১ লা ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত, এই দুমাস, এই প্যাকেজ উপরোক্ত টাকায় হবে না। প্যাকেজের রেট বেশি পড়বে। কত টাকা অতিরিক্ত পড়বে, সেটা দয়া করে "সাগর সঙ্গম" ট্রাভেলসে ফোন করে জেনে নেবেন) আরও একটা সুসংবাদ হলো, যদি আপনারা দুতিনমাস আগে থেকে প্যাকেজ বুক করেন, তাহলে এই ২০০ টাকা সহ, সাগর সঙ্গম ট্রাভেলসের পক্ষ থেকে আরও কিছু ছাড় পেয়ে যেতে পারেন। তাই চেষ্টা করুন যতটা সম্ভব আগে প্যাকেজ বুক করা যায়। =========================================================== SAGAR SANGAM TRAVELS Gobindo - Balaram (M) +91 9733686968, (M) +91 9733066075 =========================================================== Connect on Social media :- Email us at: [email protected] Facebook Page: https://www.facebook.com/ghurtejabosoumen Facebook Group: https://www.facebook.com/groups/390024813025732 Instagram: https://www.instagram.com/ghurtejabosoumen =========================================================== #sundarban_2024 #sundarban_tour #sundarbans

Comment