"Duronto Media" Present : Bangla Lyrics Song
গান : একদিন মাটির ভিতরে হবে ঘর
Song : Ekdin Matir Vitore Hobe Ghor
Singer : Gamcha Polash
শিল্পী : গামছা পলাশ
*Original Credit"
Song : Akdin Matir Vitore Hobe Ghor
Lyrics & Tune : Enayet Abbas
Music and Vocals : Jhangkar
Album : Poramon
Published : A-One Product's
Producer : Enayet Abbas
Audio Release 2000
Video Release 2006
-
Lyrics :
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
প্রান ও পাখি উড়ে যাবে
পিঞ্জর ছেড়ে এএএএএএ,
ধরাধামে সবই রবে তুমি যাবে চলে
বন্ধু বান্ধব যত মাতা
পিতা তারার সুতো x2
বন্ধু বান্ধব যত মাতা
পিতা তারার সুতো
সকলি হবে তোমার পর
রে মন আমার,
কেন বান্ধ দালান ঘর,
দেহ তোমার চরমোছর পচে গলে যাবে
শিরার উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে,
মুন্ডু মেরুদন্ড সবই হবে খন্ড খন্ড x2
পড়ে রবে মাটির ওই উপর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
নাই বিছানা নাই রে পানি
ভেতরের ঘর অন্ধকার….
তার ভিতরে পড়ে রবি
ওরে মনির সরকার,
কিসের স্টই পুত্র কিসের স্ট মিত্র x2
দম ফুরাইলে সবই পর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
একদিন মাটির ভিতরে হবে ঘর
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
রে মন আমার
কেন বান্ধ দালান ঘর,
#Ekdin_Matir_Vitore_Hobe_Ghor_Full_Song
#একদিন_মাটির_ভিতরে_হবে_ঘর
#Gamcha_Polash_Song