MENU

Fun & Interesting

বনী ইসরাইল জাতি ৪০ বছর বন্দী থাকার কারণ| M Hasibur Rahman Bangla New Waz

M Hasibur Rahman 56,640 3 years ago
Video Not Working? Fix It Now

এ সুরাটির বিভিন্ন আয়াত আমার আম্মার মুখে বহুবার শুনেছি, তখন হয়তো এতো ভালো ভাবে বুঝিনি, এতো সুন্দর একটি সুরা যার প্রতিটি আয়াত ছন্দময় কারুকার্যে সৌন্দর্য মণ্ডিত! এডিট করার সময় প্রতিটি আয়াত আমার অন্তরকে ছুঁয়ে গেছে! বিশেষ করে পিতা মাতা প্রতি দায়িত্ব পালন করার আয়াতটুকু যখন শুনি তখন চোখের পানি আটকে রাখতে পারিনি, চিন্তা করিনি কখনোও মাতা-পিতা কে -পিতাকে নিয়ে! আর যখন অন্তর দিয়ে অনুভব করি তখন তিনি আর পৃথিবীতে বেঁচে নেই! বনী-ইসরাঈল বা সূরা ইসরা (রাত্রির যাত্রা) (আরবি ভাষায়: سورة الإسراء) মহাগ্রন্থ আল কুরআনের ১৭ তম সূরা, এর আয়াত সংখ্যা ১১১ টি এবং এর রূকুর সংখ্যা ১২ টি। বনী-ইসরাঈল সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা হযরত মুহাম্মাদ (সাঃ) এর মেরাজের কথা, পিতা-মাতার ও আত্মীয়-স্বজনের হক, এতীমদের সম্পর্কে, ওয়াদা করার সম্পর্কে, নামায সম্পর্কে, রূহু সম্পর্কে কুরাইশদের প্রশ্ন, বলা হয়েছে। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরকে 'ইসরা' বলা হয় এবং সেখান থেকে আসমান পর্যন্ত যে সফর হয়েছে, তার নাম মে'রাজ। ইসরা অকাট্য আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে। আর মে'রাজ সূরা নাজমে উল্লেখিত রয়েছে এবং অনেক মুতাওয়াতির হাদীস দ্বারা প্রমাণিত। মে'রাজে গিয়ে হযরত মুহাম্মাদ (সাঃ) তার উম্মতের জন্য প্রথমে পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরয হওয়ার নির্দেশ হয়। অতঃপর তা হ্রাস করে পাঁচ ওয়াক্ত করে দেয়া হয়। এ দ্বারা সব এবাদতের মধ্যে নামাজের বিশেষ গুরুত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। হরবী বলেনঃ ইসরা ও মে'রাজের ঘটনা রবিউস সানি মাসের ২৭ তম রাত্রিতে হিজরতের এক বছর পূর্বে ঘটেছে। ইবনে কাসেম সাহাবী বলেনঃ নবুওয়ত প্রাপ্তির আঠার মাস পর এ ঘটনা ঘটেছে। মুহাদ্দেসগণ বিভিন্ন রেওয়ায়েত উল্লেখ করার পরে কোন সিদ্ধান্ত লিপিবদ্ধ করেননি। কিন্তু সাধারণভাবে খ্যাত এই যে, রজব মাসের ২৭ তম রাত্রি মে'রাজের রাত্রি। ***সুরা বণী- ইসরাঈল ১০৯ {পারা ১৫} তেলাওয়াতে সিজদার আয়াত *** * নিয়মঃ আয়াত পড়া বা শুনা মাত্র অযু করে পশ্চিম দিকে ফিরে দাড়িয়ে তাকবিরে তাহরীমা বলতে হয় তার পর আল্লাহু আকবার বলে সেজদাতে গিয়ে ৩ তাসবিহ পড়বেন তারপর সোজা ঊঠে দাড়িয়ে শেষ! হৃদয় ছোঁয়া তেলাওয়াত ❤ --------------------------------------- এশিয়া উপমহাদেশের বিখ্যাত ▶ ক্বারী শাকীর কাস্মী (পাকিস্তান) বাংলা অনুবাদ ▶ হাফেজ মুনির উদ্দীন আহমেদ (ডাইরেক্টর আল কুরআন একাডেমী লন্ডন) অনুবাদে কন্ঠ ▶ সৈয়দ ইসমত তোহা (বাংলাদেশ) Recorded by: Alvi Media Center 01884201330 #mhasiburrahman #hasiburrahman #এমহাসিবুররহমান

Comment