MENU

Fun & Interesting

ফুলের পোশাক দিয়ে তাক লাগিয়ে দিলেন মধুমিতা | Madhumita Sarcar | Bijoy TV

BIJOY TV 249,016 2 months ago
Video Not Working? Fix It Now

#Madhumita_Sarcar #মধুমিতা শীতেই বসন্তের ঘোষণা করলেন টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার। পাশাপাশি তিনি ফুল ফুটিয়েছেনও, নিজের পোশাকে! নানা রঙের ১০ হাজার গোলাপ। অভিনেত্রীর জীবনে এখন ভরা ‘বসন্ত’। সেই আনন্দেই কি ‘ফুলসাজে’ সেজেছেন তিনি? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফুলকুমারী’ হয়েই হাজির হয়েছেন এই অভিনেত্রী। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নিজের পোশাকসজ্জা নাকি নিজেই করেছেন মধুমিতা। ফুলেল এ পোশাক প্রসঙ্গে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে অভিনেত্রী বলেন, নানা পত্রপত্রিকায় দেখি, কী সুন্দর ফুলের পোশাকে সেজে সবাই মডেলিং করে। অনেক দিনের ইচ্ছে ছিল, আমিও এমন একটি পোশাক বানাবো। তাই সেই শখ পূরণ করা। মধুমিতা আরও বলেন, গোলাপগুলো আমার এক পোশাকশিল্পী বান্ধবীকে দিয়ে বলেছিলাম, ফুলের পোশাক বানিয়ে দিতে। কেমন পোশাক চাইছি, তার ডিজাইন আমিই করেছি। তারপর বান্ধবী সেটা বানিয়ে দিয়েছে। ফুলের পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজের কেমন লেগেছে এর জবাবে উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, বেশ ভালোই লেগেছিল। তবে মনে হচ্ছিল, ১০ হাজার গোলাপ কম হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম ড্রেসের কোনও অংশই যাতে দেখা না যায়। পুরোটাই গোলাপে ঢাকা থাকবে। ১০ হাজার গোলাপের তৈরি ড্রেসটির ওজন ছিল প্রায় সাত থেকে আট কিলো। মধুমিতার জীবনে এখন বসন্তের সমাগম। তার জীবনেও প্রেম হয়ে ‘বসন্ত’ ধরা দিয়েছে। নিজের বিয়ের পোশাকও কি তিনি নিজেই ডিজাইন করবেন কিনা এর জবাবে নায়িকা জানান, এটি তার পরিকল্পনায় আছে। দিনক্ষণ ঠিক হলেই বিয়ের পোশাক নিয়ে ভাববেন বলে জানিয়েছেন এই লাস্যময়ী। copyright © A BIJOY TV Production-2025 সঙ্গে থাকুন বিজয় টিভির Website: http://bijoy.tv/ Facebook: https://www.facebook.com/bijoytvlimited Youtube: http://youtube.com/bijoytvofficial

Comment