With the aim of providing humanitarian service, we continue to travel from one corner of the country to another. This time, our efforts took us to Homna Upazila in Cumilla district. After spending the entire day there, we finally found this man on the way from Homna to Ramkrishnapur in the afternoon. He was completely mentally ill, and his behavior was quite abnormal.
Within our capabilities, we provided him with warm clothes for winter and some financial assistance. We took him to a food hotel, but he behaved unusually and left the place. Later, we managed to cut his dirty and unkempt hair, mustache, and nails, albeit with some effort. Since it was winter, we refrained from bathing him. We intended to buy him a nail cutter, but he left without taking it.
In the end, we just want to say: just like us, we hope you too will stand by the neglected people around you, Insha’Allah. Thank you.
মানবিক সেবার উদ্দেশ্যে নিয়েই আমরা ছুটে চলি সারা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।সেই প্রচেষ্টায় এইবার আমরা গিয়েছিলাম কুমিল্লা জেলার হোমনা উপজেলায়।সারাদিন অতিবাহিত করার পর অবশেষে দুপুরের পর এই লোকটিকে আমরা পাই হোমনা থেকে রামকৃষ্ণপুর যাওয়ার পথে।তিনি ছিলেন সম্পুর্ন মানসিক ভাবে অসুস্থ।তার আচরণ গুলো ছিলো অনেকটাই অস্বাভাবিক। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাকে শীতের জন্য কিছু গরম কাপড় এবং কিছু আর্থিক সাহায্য দিয়ে এসেছি।তাকে খাবারের হোটেলে নিয়ে গিয়েছিলাম।কিন্তু সে কিছু অস্বাভাবিক আচরণ করে সেই স্থান থেকে বের হয়ে যায়।পরবর্তীতে আমরা তাকে কিছুটা জোর করে তার ময়লা অপরিস্কার চুল,মোচ এবং নখ কেটে দিয়েছিলাম।শীতকাল তাই আমরা তাকে গোসল করাইনি।চেয়েছিলাম একটা নখ কাটার যন্ত্র কিনে দেওয়ার জন্য।সে সেটা না নিয়েই চলে যায়।
পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের মতো আপনারাও এইভাবে আপনাদের আশেপাশের অবহেলিত মানুষের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ
বিশেষ উপহারে অ্যাক্সেস পেতে এই চ্যানেলে যোগ দিন:
https://www.youtube.com/channel/UCrPV9Jq0-4hv7NYLg-2_wvQ/join